২১ ডিসেম্বর মঙ্গলবার দিনাজপুর ইন্সটিটিউট প্রাঙ্গনে কেক কেটে- কোম্পানীর লগো যুক্ত ফিতা কেটে টাটা গাড়ী মেলার উদ্বোধন করা হয়েছে। নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহ্মাদ এর স্লোগান “সাবধানে গাড়ী চালান- একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না” কে সামনে রেখে ২১-২২-২৩ ডিসেম্বর ৩দিন ব্যাপী আনন্দমূখর পরিবেশের মধ্যে দিয়ে টাটা গাড়ী মেলা-২০২১ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। কেক এবং লগো যুক্ত ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি মটর মালিক গ্রুপের সভাপতি ভবানী শংকর আগারওয়ালা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মটর মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, জেলা ইঞ্জিনিয়ারিং মালিক সমিতির সভাপতি এমদাদুল ইসলাম, বেকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শামীম শেখ, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আলতাফ হোসেন ও বিশিষ্ট শিক্ষাবীদ প্রফেসর মোঃ সাইফুল ইসলাম। আয়োজকদের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে টাটা’র এরিয়া প্রেসিডেন্ট মোঃ আসাদুজ্জামান আসাদ, এরিয়া সেল্স অপরেটিং ম্যানেজার মোঃ ইমতিয়াজ বলেন, এবারের মেলায় আকর্ষন হলো এবং টাটার নতুন সংযোজন ইনট্রা পিকআপ ১০ বাই ১০ সি আর. মিনি ট্রাক, এল.পি.টি ১২ বাই ১২ সি আর এক্স ডাবোল কেবিন ট্রাক, এলপিটি ১৬ বাই ১৫ গোল্ড ডাবোল কেবিন ট্রাক ও অন্যান্য মডেলের বাস ও ট্রাক চেচিস মেলায় গাড়ী ব্যবসায়ীদের পরিবহন ব্যবসায় নতুন চমক সৃষ্টি করবে বলে আমাদের বিশ্বাস। মঙ্গল-বুধ-বৃহস্পতি ৩ দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি ভবানী শংকর আগারওয়ালা বলেন, দেশের পরিবহন সেক্টরে টাটা গাড়ী বিশাল অবদান রেখে চলছে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন এরিয়া সেল্স ম্যানেজার মোঃ ইফতেখারুল ইসলাম।