রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন

আম্ফানের প্রভাবে পটুয়াখালীতে ২ জনের মৃত্যু

খবরপত্র প্রতিবেদক : 
  • আপডেট সময় বুধবার, ২০ মে, ২০২০

সুপার সাইক্লোন ‘আম্ফান’ এর প্রভাবে দক্ষিণ উপকূল সংলগ্ন সাগরে উচ্চ ঢেউ আছড়ে পরছে। বাতাসের তীব্রতা বেড়েই চলছে। সন্ধ্যায় গলাচিপা উপজেলার পানপট্টি এলাকায় ঝড়ে গাছের ডাল ভেঙ্গে পরে ৬ বছরের শিশু রাসেদ মারা গেছে বলে নিশ্চিত করেছেন ওসি মো. মনিরুল ইসলাম।

এদিকে কলাপাড়ায় জনসচেতনে প্রচার কাজ চালাতে গিয়ে ধানখালীর ছৈলাবুনিয়া এলাকায় খালে নৌকা ডুবে নিখোঁজ সিপিপি’র দলনেতা শাহআলম এর লাশ ৯ ঘণ্টা পর উদ্ধার করেছে ডুবুরি দল। এ নিয়ে আম্ফানের প্রভাবে পটুয়াখালীতে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

জোয়ারের পানিতে তলিয়ে গেছে কলাপাড়া, গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার অন্তত ১৭টি গ্রাম। রাত ৮টা নাগাদ আম্ফান পুরোপুরি আঘাত হানতে পারে এমন খবরে উপকূলের কয়েকলাখ মানুষ আতংকিত হয়ে পড়েছে।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com