বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন

ব্রিটেনে প্রথম নারী কিউসি হলেন বাংলাদেশী সুলতানা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১

ব্রিটেনে আইন পেশায় বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ বাংলাদেশীরা নানা ধরনের সাফল্য বয়ে আনছেন। এর আগে আদলতে বিচারক হিসেবে প্রথম বাংলাদেশী ছিলেন ব্যারিস্টার বেলায়েত হোসনে। এবার প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত নারী হিসেবে কিউসি নিযুক্ত হলেন ব্যারিস্টার সুলতানা তফাদার। তিনি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার শাহাবউদ্দিন তফাদারের মেয়ে। কিউসি বা কুইন্স কাউন্সেল হচ্ছে ব্রিটেন ও কমনওয়েলথভুক্ত দেশগুলোর রাজা বা রানীর শাসনামলে আদালতের সিনিয়র আইনজীবী। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিভিন্ন মামলার পরিচালনার দায়িত্ব পালন করেন এই কিউসিরা। প্রতি বছর অভিজ্ঞ এই আইনজীবীদের তালিকা প্রকাশ করে ব্রিটিশ সরকার। তারই ধারাবাহিকতায় সোমবার নতুন নিয়োগ পাওয়া ১০১ জন কুইন্স কাউন্সেল (কিউসি)-এর তালিকা প্রকাশ করা হয়। ব্রিটিশ রানীর পরামর্শে লর্ড চ্যান্সেলর এমপি ডোমিনিক রাব এই নিয়োগ দেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সুলতানা একজন অভিজ্ঞ মানবাধিকার বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক আইনে বিশেষজ্ঞ আইনজীবী। তিনি একজন ব্যারিস্টার হিসেবে আইন পেশায় কাজ করার পাশাপাশি দীর্ঘ দিন ধরে নারী অধিকার নিয়ে কাজ করছেন। আপিল আদালতের ফৌজদারি বিভাগে দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিদের সাজার বিরুদ্ধে আপিলের বিষয়ে সাধারণ ক্লায়েন্টদের উপদেশ দেয়ার ক্ষেত্রে তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। সুলতানা নিয়মিতভাবে করপোরেট ক্লায়েন্টদের, বিশেষ করে বৃহৎ মাল্টি-ন্যাশনাল করপোরেশনকে গোপনীয়তা ও ডেটা সুরক্ষার মতো বিষয়গুলোতে পরামর্শ দিয়ে থাকেন। এছাড়া তার হাই প্রোফাইল কাউন্টার টেররিজম এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত মামলায় কাজের অভিজ্ঞতা রয়েছে। ব্যারিস্টার সুলতানা তফাদার মুসলিম নারী হিসেবে হিজাব ব্যবহার করেন। আর মুসলিম হওয়ার কারণে প্রায়ই তাকে একটি প্রশ্নের সম্মুখীন হতে হয়। সেটি হচ্ছে, ইসলামে নারী ও পুরুষের সমান অধিকার নেই। আপনি কিভাবে আপনার পেশার সাথে আপনার ধর্মের সামঞ্জস্য করেন? যারা ওই ধরনের প্রশ্ন করেন তাদের উদ্দেশ্যে ব্যারিস্টার সুলতানা তফাদার বলেন, এটা একটি ভ্রান্ত ধারণা, ইসলামে নারী পুরুষের সমানাধিকার নেই। ওটা কোনোভাবেই সত্য নয়। ইসলামে নারী ও পুরুষের অধিকার সংগতির মধ্যেই রেখেছেন। ইসলামের নারীর অধিকারের কারণেই আমি আমার পেশায় আসতে অনুপ্রাণিত হয়েছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com