শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম ::

মুক্তির অনুমতি পেয়েছে শাকিব-পূজা জুটির ‘গলুই’

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

প্রথমবারের মতো জুটি বেঁধে সিনেমায় অভিনয় করলেন ঢালিউড কিং শাকিব খান ও নায়িকা পূজা চেরী৷ সরকারি অনুদানের সিনেমাটির নাম ‘গলুই’। গ্রামীণ প্রেক্ষাপটের গল্পে নির্মিত এই সিনেমা আগামী বছর মুক্তি পাবে।
সিনেমাটি এরইমধ্যে সেন্সর থেকে কোনো দৃশ্য নিয়ে আপত্তি ছাড়াই ছাড়পত্র পেয়েছে। সেইসঙ্গ সেন্সর বোর্ডের সদস্যদের প্রশংসাও কুড়িয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক এস এ হক অলিক। তিনি জানান, ছবিটি মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ছাড়পত্র পেয়েছে। ছবির প্রযোজক খোরশেদ আলম খসরুকে ধন্যবাদ জানিয়ে অলিক ফেসবুকে লিখেছেন, আলহামদুলিল্লাহ, আজ আনকাট সেন্সর পেল ‘গলুই’। সেন্সর বোর্ডের সম্মানিত সদস্যদের প্রশংসায় ভাসলো ‘গলুই’। সব শিল্পী-কলাকুশলীদের কাছে আমি কৃতজ্ঞ। ধন্যবাদ প্রযোজক খোরশেদ আলম খসরু ভাইকে স্বাধীনভাবে গলুই নির্মাণ করতে দেওয়ার জন্য। ‘গলুই’ সিনেমায় শাকিব-পূজা ছাড়াও অভিনয় করেছেন আজিজুল হাকিম, আলীরাজসহ একঝাঁক তারকা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com