বুধবার, ২৬ জুন ২০২৪, ০৬:২৬ অপরাহ্ন

সাবেক মন্ত্রী ও বিশিষ্ট ক্রীড়াবিদ আব্দুর রৌফ চৌধুরী স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন

মাহফিজুল ইসলাম রিপন দিনাজপুর :
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দিনাজপুর ইনস্টিটিউটের আয়োজনে

দিনাজপুরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দিনাজপুর ইনস্টিটিউট এর আয়োজনে প্রতিবারের মতো এবারেও আনন্দ মুখর পরিবেশে অনুষ্ঠিত হল সাবেক মন্ত্রী ও বিশিষ্ট ক্রীড়াবিদ আব্দুর রৌফ চৌধুরী ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২২। দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গনে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করেন উদ্বোধক মরহুম আব্দুর রৌফ চৌধুরীর সহধর্মিনী মোছাঃ রমিজা রৌফ চৌধুরী। দিনাজপুর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী’র প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ বারিউল করিম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শচীন চাকমা, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম। শুভেচ্ছ বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগে সহ-সভাপতি মোঃ বজলুল হক।, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সোনালী নাট্য গোষ্ঠী সেতাবগঞ্জ এর সভাপতি মোঃ শামীম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুজন সরকার, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী, ইনস্টিটিউটের সহ-সভাপতি মোঃ নুরুল আলম, সদস্য রনজিৎ কুমার সিংহ। ব্যাডমিন্টন প্রতিযোগিতার দায়িত্ব পালন করেন ইনস্টিটিউটের ক্রীড়া সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক মোঃ রায়হানুল ইসলাম। খেলা পরিচালনা করেন মোঃ জাহিদ ও মুন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন একেএম মেহেরুল্লাহ বাদল। উদ্বোধন খেলায় অংশগ্রহন করেন দিনাজপুর সরকারি গালর্স উচ্চ বিদ্যালয়ের ক্রিকেট খেলোয়ার রুমা-তাহি বনাম জয়া-সোমা, স্কুল পর্যায় পুরুষ অনিক-জেমতেহাম বনাম শাহীন-আব্দুল্লাহ এবং পূর্নতা ক্যাবল টিভি- সুইহারী বনাম সেতাবগঞ্জ ব্যাডমিন্টন গ্রুপ (লাল)। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন ইনস্টিটিউটের কোষাধ্যক্ষ খন্দকার আরিফুজ্জামান নঈম। উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদের যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। সীমান্ত খেঁসা জেলা হিসেবে দিনাজপুর জেলায় মাদক সহজলভ্য হওয়ার কারণে যুবসমাজ নেশায় আসক্ত হচ্ছে তাদেরকে খেলাধুলায় উৎসাহিত এবং মাঠ মুখী করতে পারলে অবক্ষয় মুক্ত দেশ গড়া সম্ভব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com