শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন

জামালপুরে চারদিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা সমাপনী ও পুরস্কার বিতরণ

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

জামালপুরে (৩ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত, জামালপুর সদর ভূমি অফিস মাঠে জামালপুর বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলার সমাপনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুর্শিদা জামান জেলা প্রশাসক জামালপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ রফিকুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জামালপুর দিলরুবা আহমেদ স্থানীয় সরকার উপ-পরিচালক।আব্দুল্লাহ আল মামুন বাবু অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জামালপুর। আব্দুর রাজ্জাক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জামালপুর। লিটুস লরেন্স চিরান নির্বাহী অফিসার জামালপুর সদর উপজেলা। সৈয়দ আতিকুর রহমান ছানা সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখা।ফজলে এলাহী মাকাম নব নির্বাচিত সভাপতি, জামালপুর জেলা প্রেসক্লাব প্রমুখ। জামালপুর চার দিনব্যাপী এই মেলায় মোট২৩ টি স্টল ছিল। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা উৎসবমুখর পরিবেশে সমাপ্তি ঘটে। সভাপতিত্ব করেন, মোঃ মোখলেছুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জামালপুর। সঞ্চালনায়, তারিকুল ফেরদৌস সহকারী অধ্যাপক ঝাওলা গোপালপুর ডিগ্রী কলেজ জামালপুর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহণকারী দের মধ্য বিজয়ীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বই মেলার সমাপনী ঘটে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com