নেত্রকোনার দুর্গাপুরে অটোচালক মজিবুর রহমান(২২)কে গলা কেটে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে অটো-সিএনজি-মিশুক শ্রমিকলীগ উপজেলা শাখা। বুধবার দুপুরে বিক্ষোভ সমাবেশটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এসে ঘন্টাব্যাপী মানববন্ধন করে। মানববন্ধনে উপজেলা শাখার সভাপতি আহম্মদ মড়লের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি হযরত আলী, সাধারন সম্পাদক শাহাদাত হোসেন, সহ:সাধারন সম্পাদক মাঈন উদ্দিন মড়ল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সম্মানিত সদস্য নবী হোসেন সহ আরো অনেকে। বক্তারা, অতি দ্রুত মজিবুরের হত্যাকারীদের গ্রেফতার করা সহ, ছিনতাই হওয়া গাড়ি উদ্ধার এবং হত্যাকারীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন। উল্লেখ্য: গত সোমবার (৩ জানুয়ারি) উপজেলার সদর ইউনিয়নের পূর্ব নলুয়াপাড়ার গ্রামের মো. আবুল কাসেমের ছেলে মজিবুর রহমান নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিক্সা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি। স্বজনরা অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পাননি। পরদিন মঙ্গলবার (৪ জানুয়ারী) সকালে কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী লেংঙ্গুরা ইউনিয়নের তারানগর গ্রামের রাস্তার পাশে পুকুর পাড়ে একটি জবাই করা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। বিষয়টি জানাজানি হলে পুলিশের সহযোগিতায়, মজিবুর রহমানের পিতা আবুল কাসেম ঘটনাস্থলে গিয়ে তার ছেলে মুজিবুর কে সনাক্ত করেন।