রবিবার, ০৫ মে ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন

সংলাপে যাবে না এলডিপি: কর্নেল (অব.) অলি আহমদ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

‘জাতীয় সরকার’ সকল সমস্যার সমাধান বলে মন্তব্য করেছেন এলডিপির সভাপতি (অব.) ড. কর্নেল অলি আহমদ বীরবিক্রম। সাবেক এই মন্ত্রী বলেন, রাষ্ট্রপতির সাথে সংলাপ মানে হচ্ছে চাচক্র। আগেও আলোচনা হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত ফল আসেনি। এই সংলাপে যাওয়া অর্থহীন। চা খেতে আর জনগণের টাকা নষ্ট করতে বঙ্গভবনে যাবো না। গতকাল বুধবার (৫ জানুয়ারি) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
কর্নেল অলি আহমদ বলেন, রাষ্ট্রপতি ভালো মানুষ। তার কোনো ক্ষমতা নাই। তিনি সবচেয়ে ভাগ্যবান মানুষ। ডেপুটি স্পিকার থেকে রাষ্ট্রপতি হয়েছেন। নিজের আত্মসমালোচনা করে কর্নেল অলি বলেন, আজকে এই সংকটের পেছেনে আমিও দায়ী। এজন্য জনগণের কাছে ক্ষমা চাই। ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে প্রধানমন্ত্রীর ক্ষমতা বাড়াতে যে প্রক্রিয়া হয়েছে তাতে আমারো অনেক ভূমিকা ছিলো। তখন যদি আমি বুঝতাম তাহলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতাম। অলি আহমদ বলেন, সাংবিধানিক প্রষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। অনেকে বলেন, কেয়ারটেকার সরকার যাচ্ছেন। ক্ষমতায় যেতে এতো তাড়াহুড়ো কেন? সকল প্রতিষ্ঠানে ভারসাম্য আনতে কাজ করতে হবে। সংবাদ সম্মেলনে এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com