ফরিদপুরের নগরকান্দায় ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানে নতুন উদ্যোগ কর্যক্রম সংযোজনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইফতেখার আজাদ এর সার্বিক তত্ত্বাবধানে স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ওয়ার্ড ভিন্ন ভিন্ন ভাবে বিভক্ত করে সেখানে ভিন্ন ভাবে নার্সিং স্টেশন সৃষ্টি করে এর উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইফতেখার আজাদ। যেখানে পুরুষ, মহিলা, ডায়রিয়া ও প্রসূতি ওয়ার্ড করা হয়েছে ভিন্ন ভিন্ন। সে সকল ওয়ার্ডের জন্য ভিন্ন ভাবে বিভক্ত করে নার্সদের দ্বায়িত্ব পালন করার জন্য আলাদা স্টেশনের ব্যাবস্থা করা হয়েছে। এছাড়া ও স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্সে মুমুর্ষ রোগীদের বহন করার জন্য ফরিদপুর পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। স্বাস্থ্য কমপ্লেক্সে একটি মাত্র এ্যাম্বুলেন্স থাকায় জরুরী প্রয়োজনে প্রাইভেট এ্যাম্বুলেন্সের ব্যাবস্থাও রয়েছে তবে ভাড়া আলোচনা সাপেক্ষে। এক্ষেত্রে রোগীদের কোনক্রমেই হয়রানি করা যাবেনা বলে ডাঃ ইফতেখার আজাদ জানান। তিনি আরো বলেন রোগীদের সেবা প্রদান করাই আমাদের মূখ্য কাজ। এসময় আরো উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ পলাশ সাহা, ডাঃ আনোয়ার হোসেন, ডাঃ আল- আমিন, ডাঃ মাজহারুল ইসলাম, নার্সিং সুপার ভাইজার সালেহা বেগম প্রমুখ।