রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

ঘাটাইলে শীতবস্ত্র বিতরণ

খাদেমুল ইসলাম মামুন ঘাটাইল (টাঙ্গাইল) :
  • আপডেট সময় রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

ঠা-া বাতাসের দাপট আর হিম শীতের আবহে শীত জেঁকে ধরেছে । হিম হিম ঠা-া আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নি¤œ আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষদের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল খ্রিস্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) সাগরদিঘী শাখা এই এনজিও প্রতিষ্ঠান । রবিবার (০৯ জানুয়ারি) ঘাটাইল উপজেলার সাগরদিঘী সিসিডিবি শাখার উদ্যোগে শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।  শীতবস্ত্র বিতরণ কালে অসহায় মানুষের উদ্দেশ্যে ফুলবাড়িয়া এরিয়া শাখার নজরুল ইসলাম বলেন, এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আমাদের সিসিডিবি এনজিও প্রতিষ্ঠানটি সুখে-দুঃখে সবসময় আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা পাশে রয়েছি।  পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে পেরেছি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগরদিঘী ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক মো. জিন্নাত আলী, সাগরদিঘী সিসিডিবি ব্যবস্থাপক মো. কামরুল হাসান, আ. জলিজ, ইমাম হোসেন, আঙ্গুর মিয়া, কমলেশ রায় প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com