রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন

গজারিয়ার হোসেন্দীতে নবনির্বাচিত চেয়ারম্যান হাজী আক্তার হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানালো ওলামায়ে কেরাম

গজারিয়া প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

গজারিয়া উপজেলার ১নং হোসেন্দী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান হাজী মোঃআক্তার হোসেন ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউনিয়নের অন্তর্গত সকল মসজিদের ইমাম ও মোয়াজ্জিমগণ। রবিবার সকাল ১১ঘটিকায় হোসেন্দী ইউনিয়নের প্রতিটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিমবৃন্দ সম্মিলিত ভাবে ফুলেল ঢালা নিয়ে হাজির হন নব নির্বাচিত চেয়ারম্যান হাজী মোঃ আক্তার হোসেন এর লঘুরচর গ্রামে তাঁর বাড়ীতে ।বিপুল সংখ্যক ইমাম ও ওলামায়ে কেরাম এর উপস্থিতিতে আনন্দিত হন তিনি। এসময় ফুলেল শুভেচ্ছা জানান ইমাম ও মুয়াজ্জিমবৃন্দ, এদের মধ্যে উল্লেখ্যযোগ্য নেতৃবৃন্দ হলেন হোসেন্দী বাজার জামে মসজিদ এর ইমাম ও খতিব মাওলানা রমজান আলী, লঘুরচর জামে মসজিদ এর ইমাম খতিব মাওলানা নেছার উদ্দীন, হাফেজ মাওলানা রাকিবুল হাসান, মাওলানা নুরুল্লাহ, মাওলানা আমান উল্লাহ,হাফেজ মাওলানা ফজলুল হক, মাওলানা রুহুল আমিন, মাওলানা জুবায়ের আহমেদ, মাওলানা জয়নাল আবেদীন, হাফেজ মাওলানা কবির হোসেন, মাওলানা সাইফুল্লাহ, মাওলানা মাহাবুব হোসেন নুরানীসহ অর্ধশত ইমাম ও মুয়াজ্জিমবৃন্দ। তাঁদের সাথে কথা বলে জানা যায়, নির্বাচন এর পূর্ব থেকে হোসেন্দী ইউনিয়নের প্রতিটি মসজিদেই হাজী মোঃআক্তার হোসেনের জন্য বিশেষ দোয়া করেছেন তাঁরা। ইমাম, মুয়াজ্জিমদের ফুলেল ভালবাসায় সিক্ত হয়ে সদ্য নির্বাচিত চেয়ারম্যান হাজী মোঃ আক্তার হোসেন কান্না জুড়ানো কন্ঠে বলেন, আমার পাশে দল কিংবা বড় কোন নেতা ছিল না, আমি সাধারন মানুষের ভালবাসা, বাবা-মা আর আপনাদের দোয়ায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, ইনশাআল্লাহ আমি এই ইউনিয়নের সেবক হিসেবে মরতে, আপনাদের ভালবাসায় মরতে চাই। পরে হাজী আক্তার হোসেন সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com