রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন

মিরসরাইয়ে নূরানী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম :
  • আপডেট সময় সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ ছত্তরুয়া আদর্শ গ্রাম নূরানী মাদ্রাসার- ২০২২ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের মাঝে বার্ষিক বই বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) সকালে মাদ্রাসার শ্রেণী কক্ষে এই বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মাদ্রাসার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন বাবলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব জামাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং করেরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য জনাব জামাল উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ও উত্তরা ট্রেডার্স এর স্বত্বাধিকারী জনাব সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ অলিনগর উত্তরপাড়া বায়তুল মামুর জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জনাব আবুল হোসেন, দক্ষিণ অলিনগর উত্তরপাড়া সমাজ পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক জনাব সিরাজুল ইসলাম, করেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি জনাব আমিনুল ইসলাম লিটন সহ অন্যান্যরা। আলোচনা সভায় মাদ্রাসার ছাত্র ছাত্রী ও অভিভাবকদেরকে উদ্দেশ্যে বক্তারা বলেন, বর্তমান সরকার পড়ালেখার মানোন্নয়নে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। অভিভাবকরা নিয়মিত খোঁজখবর রাখবে তার সন্তানরা পড়ালেখা করছে কিনা। ছেলেমেয়েরা যাতে পড়াশোনার পাশাপাশি দেশের কল্যাণে কাজ করতে পারে সে ব্যাপারে সচেতন হতে হবে সবাইকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com