রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন

ধনবাড়ীতে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

জহিরুল ইসলাম মিলন ধনবাড়ী (টাঙ্গাইল) :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর বাস্তবায়নে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ‘স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক’ সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা ফিতা কেটে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হারুনার রশিদ হীরা। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) ঢাকার সিনিয়র সায়েন্টিফিক অফিসার মো. আজিজুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খাঁন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও এলাকার গন্যমাণ্যরা উপস্থিত ছিলেন। এ প্রযুক্তি মেলায় ১২টি স্টল বসেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com