রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন

দুর্গাপুরে পেলোডার উল্টে চালক নিহত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

নেত্রকোনার দুর্গাপুরে পেলোডার উল্টে খোকন মিয়া(৩৫) নামে এক চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের তিনালী এলাকার ১নং বালু মহালে এ ঘটনা ঘটে। নিহত চালক কাকৈরগড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের শামছুউদ্দীনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বালু লোডের কাজ করছিলেন পেলোডার চালক খোকন মিয়া। কাজ করার একপর্যায়ে বালু মহালের একটি গর্তে পেলোডারের চাকা পড়ে উল্টে গিয়ে চালক খোকন গাড়ির নিচে চাপা পড়ে। পরবর্তিতে বালুশ্রমিকরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক খোকনকে মৃত ঘোষনা করেন। এনিয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com