অবশেষে আনুষ্ঠানিকভাবে চালু হলো বিএফডিসির নতুন মসজিদ। চিত্রনায়ক আলমগীর, ইলিয়াস কাঞ্চন, রিয়াজ, সাইমন, নিরবরা মাগরিবের নামাজ পড়ে মসজিদের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন এই মসজিদের দাতা থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লাও। নামাজ শেষে সবাই মঞ্চে এসে মসজিদ নিয়ে নিজেদের কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন। মসজিদ নিয়ে ইলিয়াস কাঞ্চন তার বক্তব্যে বলেন, ‘আল্লাহ আব্দুল কাদির মোল্লা সাহেবকে অর্থ দিয়েছেন, বড় মনও দিয়েছেন। তাকে ধন্যবাদ দেয়ার ভাষা নেই। চমৎকার একটা মসজিদ তিনি আমাদের উপহার দিয়েছেন।’
নায়ক আলমগীর বলেন, ‘আমি এটা শুনে খুবই অবাক হয়েছি যে তিনি এফডিসির মসজিদসহ ২০১টি মসজিদ তৈরি করেছেন। এটা আল্লাহর অশেষ রহমত। আপনাকে আমি অনুরোধ করবো সম্ভব হলে চলচ্চিত্রের পাশে দাঁড়ান।’ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘কাদির মোল্লা ভাইয়ের জন্য অনেক দোয়া। আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুন। আপনি আমাদের চলচ্চিত্রের মানুষদের জন্য দারুণ একটি মসজিদ নির্মাণ করে দিয়েছেন। আল্লাহ আপনার সহায় থাকুন।’ এলডিসির এমডি নুজহাত ইয়াসমিন বলেন, ‘ অবশেষে এই মসজিদটি চালু করতে পেরে ভালো লাগছে। এটা একটা মহৎ উদ্যোগ ছিল।’ নিজের বক্তব্যে আজকের আয়োজনের প্রধান অতিথি দানবীর আব্দুল কাদির মোল্লা বলেন, ‘আমি খুবই আনন্দিত এই মসজিদের কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হওয়ায়। আমার জন্য দোয়া করবেন আপনারা৷ মসজিদের যতœ নেবেন।’ গেল ২০১৮ সালে এই মসজিদের নির্মাণকাজ শুরু হয়। অভিনেতা সনি রহমানের উদ্যোগে এই মসজিদের পুরো ব্যয় বহন করেছেন কাদির মোল্লা। এর বাজেট ছিলো ৩ কোটি। দুইতলাবিশিষ্ট এ মসজিদে প্রায় সাড়ে ৭ শতাধিক মুসল্লী নামাজ আদায় করতে পারবেন।