নওগাঁর বদলগাছীতে ২০২১-২০২২ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় বোরো হাইব্রিড ধান চাষাবাদে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপনের শুভ উদ্বোধন হয়েছে। বদলগাছী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বিলাশবাড়ী ইউনিয়নের হলুদবিহার গ্রামের মাঠে সকাল ১১ টায় এই চারা রোপনের শুভ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নওগাঁ,এর উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শামসুল ওয়াদুদ। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার, ডিএই,কৃষিবিদ এ.কে.এম. মনজুরে মওলা,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাসান আলী প্রমুখ। এসময় উপ-সহকারী কৃষি অফিসার এবং শতাধিক কৃষক-কৃষাণি উপস্থিত থেকে যন্ত্রের মাধ্যমে চারা রোপনের কার্যক্রম দেখেন।