শনিবার, ০৪ মে ২০২৪, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
বগুড়া শেরপুরে আগুনে পুড়লো পঁচিশ বিঘা জমির ভুট্টা ইসলামাবাদে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন বীর মুক্তিযোদ্ধার নির্মাণাধীন দোকানে সন্ত্রাসী হামলা বাগেরহাট নানান আয়োজনে মে দিবস পালিত ভালুকা বিশেষায়িত পেঁয়াজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কেন্দ্র উদ্বোধন বরিশালে জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কুড়িগ্রামের উলিপুরে ভুট্টা মাড়াইয়ে ব্যস্ত কৃষকেরা, দ্বিগুণ লাভের আশা নগরকান্দায় অগ্নিকান্ডে চারটি দোকান ঘর ভস্মীভূত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না হলে গণতন্ত্রের মুক্তি হবে না-কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার গলাচিপায় পুষ্টি সমন্বয় কমিটির সভা ও জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত

জয় বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি আনছার আলী

জহিরুল ইসলাম মিলন ধনবড়ী :
  • আপডেট সময় শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জয় বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২২ পেল উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সমকালের মধুপুর প্রতিনিধি, বাংলাদেশ আওয়ামী লীগ মুশুদ্দি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আনছার আলী। স্বাধীন বাংলা সংসদ (স্বাবাস) স্বাধীনতার ৫০ বছরে বিভিন্ন ক্যাটাগরীতে সাংবাদিক আনছার আলীসহ সারাদেশে ৫০ জনকে এ এ্যাওয়ার্ড প্রদান করেছে। গত শুক্রবার সন্ধ্যায় ঢাকার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে এ পদক প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ পদক প্রদান করেন। বিচার বিচারপতি নিজামুল হক নাসিমের কাছ থেকে পদক গ্রহণকালে সাংবাদিক পুত্র আরাফাত হোসাইন লাম উপস্থিত ছিলেন। স্বাধীন বাংলা সংসদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এসএম তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে পদক প্রদান অনুষ্ঠান উদ্ব্ধোন করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ। এ সময় ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি’ বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন, সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াসিউজ্জামান লেনিন, স্বাধীন বাংলা সংসদের উপদেষ্টা মুহাম্মদ আতাউল্লাহ খান, স্বাধীন বাংলা সংসদের সভাপতি সারল্যের কবি শাহ-আলম চুন্নু, সাধারণ সম্পাদক এম এইচ আরমান চৗেধুরী, বরেণ্য চিকিৎসক, গীতিকার ও সূরকার ডা: বিশ্বাস শাহীন হাসান, বাংলাদেশ টেলিভিশনের গীতিকার হাসান মতিউর রহমান, চলচ্চিত্র অভিনেত্রীৈ সৈয়দা কামন্নাহার শাহনুর। এ ব্যাপারে সাংবাদিক আনছার আলী বলেন, ‘জয় বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড -২০২২ এর মতো বিরল সম্মানে সম্মানীত করায় বিজ্ঞজুরি বোর্ড, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও স্বাধীন বাংলা সংসদকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’ তিনি আরও বলেন, ‘করোনা অতি মহামারিতে জন সচেতনতা ও সমাজসেবায় বিশেষ অবদানের মধ্যে গুরুত্বপূর্ণ কর্মকান্ড যেমন- গুচ্ছিত হজ্বের টাকায় করোনা মহামারিতে হতদরিদ্র অসহায় সাড়ে তিনশত পরিবারের মাঝে বাড়ি-বাড়ি গিয়ে খাদ্য সহায়তা প্রদান, জনসচেতনতামূলক প্রচারণা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, মসজিদ মাদ্রাসায় দান-অনুদান ও সহায়তা প্রদান, শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ, গরীব মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদানসহ বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডে করি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com