সিরাজগেঞ্জর রায়গঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক খবরপত্রের, রায়গঞ্জ প্রতিনিধি ও সিরাজগঞ্জ থেকে প্রকাশিত আজকের সিরাজগঞ্জ পত্রিকার রায়গঞ্জ সংবাদাদাতা প্রদীপ কুমার ভৌমিক ও স্বর্গীয় গীতা রানী ভৌমিকের পুত্র সুব্রত কুমার ভৌমিক চীনে “নানচিং” ইউনিভার্সিটি অব দ্যা আর্টস এর ২০২০-২০২১, সেশনের এক্সিলেন্ট ষ্টুডেন্ট এ্যাওয়ার্ড মনোনিত হয়েছেন। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের চাইনিজ নববর্ষ উদযাপন অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। ¯œাতকোত্তর প্রোগ্রাম থেকে রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি গ্রামের মেধাবী শিক্ষার্থী সুব্রত কুমার ভৌমিক এ বছর বিদেশী শিক্ষার্থী হিসাবে এ সম্মানোনা গ্রহণ করেন। উল্লেখ সুব্রত কুমার ভৌমিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে ¯œাতক ডিগ্র সম্পন্ন করেন এবং ২০১৮ সালে চীন সরকারের বৃত্তি নিয়ে উচ্চ শিক্ষার জন্য চীনে যান। বর্তমানে তিনি “নানচিং” ইউনিভার্সিটিতে গ্রাফিক্স ডিজাইনে মাষ্টার্স করছেন। রায়গঞ্জের মেধাবী কৃতিসন্তান এক্সিলেন্ট ষ্টুডেন্ট এ্যাওয়ার্ড পাওয়াতে তাকে অভিনন্দন, সুব্রত কুমার ভৌমিকের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বার্তা পাঠিয়েছেন রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টি.এম.কামরুজ্জামান লাবু, সহ-সভাপতি আতিক মাহমুদ আকাশ, এইচ.এম মোনায়েম খান, সাধারণ সম্পাদক কে.এম রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক হাসানুজ্জামান সুলতানসহ রায়গঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ।