উপমহাদেশের বিশিষ্ট চিন্তাবীদ, আইন শাসনের প্রতিষ্ঠাতা, মানবাধিকার আন্দোলনের রূপকার সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের ১১১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা, চিত্রাঙ্গন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠানে সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক দিনাজপুরে আইনপেশায় ও সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য এ্যাডভোকেট রাবেয়া ফেরদৌস রুসিকে বিচারপতি সৈয়দ মাহবুব র্মোশেদ স্মৃতি গোল্ড মেডেল-২০২১ প্রদান করা হয়। গতকাল ঢাকায় ইনিস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, কাকরাঈল ঢাকায় বিশাল অনুষ্ঠানের মাধ্যমে এবং জুরি বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পদক প্রদান করেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান, বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম। সৈয়দ মাহাবুব মোর্শেদ স্মৃতি ফাউন্ডেশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মোঃ আবু তারিক এর সভাপতিত্বে প্রধান আলোচ্যক হিসেবে আলোচনা করেন শ্রম আপিল ট্রাইবুনালের চেয়ারম্যান এম. ফারুক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রিপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাবেক উপাচর্য প্রফেসর ড. কামাল উদ্দীন আহমেদ, অর্থমন্ত্রনালয়ের অতিরিক্ত সচীব পীরজাদা শহীদুল হারুন, ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ মঞ্জুরুল হক সিকদার। স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন সাবেক তথ্য সচীব ও বিটিআরসি’র চেয়ারম্যান এবং বিচারপতি সৈয়দ মাহাবুব মোর্শেদের সুযোগ্য সন্তান সৈয়দ মারগুপ মোর্শেদ। বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি গোল্ড মেডেল-২০২১ এর পদক পেয়ে এ্যাডভোকেট রাবেয়া ফেরদৌস রুশি তার অনুভূতি ব্যাক্ত করতে গিয়ে বলেন, আমার দীর্ঘদিনের আইনপেশায় এবং অসহায় দরিদ্র বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমার অবদানকে জুরিবোর্ডের সদস্যদের চূড়ান্ত সিদ্ধান্তের কারণে দিনাজপুর থেকে আমাকে এ সম্মানণা প্রদান করায় আমি ফাউন্ডেশন ও জুরি বোর্ডের সদস্যদের শ্রদ্ধা ও ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা চাই আমার মতো তৃণমূল পর্যায়ের আইনজীবীরা প্রতিবছর এ ধরণের সম্মানণা পেলে তাদের কর্মকান্ড আরোও গতিশীল হবে।