নেত্রকোনার দুর্গাপুরে সংরক্ষিত মহিলা কাউন্সিলর মানসুরা বেগমের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে। সোমবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিতহয়। লিখিত বক্তব্যে কাউন্সিলর মানসুরা বেগম বলেন, ২৮১/৬৮-৬৯নং ভিপি মোকদ্দমা ভুক্ত সম্পত্তি আমার নানা মৃত বছির মৃধা লিজ গ্রহনের প্রায় একযুগ ধরে ভোগ দখল করছেন। তিনি মারা যাওয়ার পর উনার বাড়ির বার্ষিক বেতনভুক্ত কর্মচারী মৃত আমছর আলীর পুত্র আহাম্মদ আলী ওই সম্পত্তির মিথ্যা ওয়ারিশান দাবী করে বশির মীধার আর কোনো ওয়ারিশান নাই এমন তথ্য গোপন করে নিজ নামে লিজ গ্রহন করেন। পরবর্তীতে ওই জমি ভোগ দখলের পর আহমদ আলী গোপনে স্থানীয় ভূমি দস্যু মানিক মিয়া, নাহার জুয়েলার্স এর সত্বাধীকারী মোঃ দুলাল পোদ্দার এর কাছে কৌশলে হস্তান্তর করার পায়তারা সহ প্লট আকারে বিভিন্ন জনের কাছে বিক্রি শুরু করেন। ওই জমিতে মাটি ভরাট করার খবর পেয়ে আমি তৎক্ষনাত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহোদয় কে মৌখিকভাবে অবহিত করি এবং পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা দেখে মাটি ভরাট কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেন। ওই বিরোধের জের ধরেই ভূমিদস্যু মানিক মিয়া ও দুলাল পোদ্দার লিজ গ্রহিতা আহম্মদ আলীকে লেলিয়ে দিয়ে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বরাবর আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দাখিল করেন। আমি একজন জনপ্রতিনিধি হিসেবে সামজিক ভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার অপপ্রচার চালিয়ে আসছে বিধায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, দুর্গাপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মানসুরা বেগম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর প্যানেল মেয়র মশিউজ্জামান বাদল, যুবলীগ নেতা বাবুল মিয়া ও কাউন্সিলরের স্বামী মোঃ নয়ন মিয়া।