বান্দরবানের লামায় ৩২ আনসার ব্যাটালিয়ন এর ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২২ শান্তি শৃংখলা নিরাপত্তায় সর্বত্র আমরা এই শ্লোগানকে সামনে রেখে অধিনায়ক এএসএম আজিম উদ্দিন ৩২ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর লামা এর সভাপতিত্বে গত ২৪/০১/২০২২ ইং বেলা ১১ ঘটিকায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র উপ-মহাপরিচালক মোঃ শাহবুদ্দিন বিএএমএস চট্রগ্রাম ও পার্বত্য রেঞ্জ, চট্রগাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিরবীজি, জোন কমান্ডার আলীকদম জোন বান্দরবান লেঃ কর্নেল মোঃ মনজুরুল হাসান, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, পৌর মেয়র জহিরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী, সাবেক জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগ নেতা আবু মুসা ফারুকী, সাংবাদিক বৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি উপ-মহাপরিচালক মোঃ শাহবুদ্দিন বিএএমএস কেক কেটে ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী’র শুভ উদ্বোধন করেন এবং মুজিব বর্ষের উন্নয়ন কর্মকান্ডের নামফলক উন্মোচন, ক্রীড়া প্রতিযোগিতা ও ট্রফি বিতরন অনুষ্ঠানের শুভ উদ্ধোধন ঘোষনা করেন। তিনি ৩২ আনসার ব্যাটালিয়নের, ব্যাটালিয়ন আনসার সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং ব্যাটালিয়ন আনসার সদস্যগণ নিজের জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দূর্গম পাহাড়ে প্রতিরক্ষা ও নিরাপত্তামূলক দায়িত্ব পালনের মাধ্যমে ভূয়শী প্রশংসা অর্জন করেন বলে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকল শ্রেণীর কর্মকর্তা-কর্মচারী ও ব্যাটালিয়ন আনসার সদস্যদের সমন্বয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। বিশেষ অতিথি ইয়াছমিন পারভীন তিরবীজি বলেন, ব্যাটালিয়ন আনসার সদস্যগণ সরকারের স্থানীয় কর্তৃপক্ষ জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত বিভিন্ন গুরুত্বপূর্ণ ও নিরাপত্তা মূলক কার্যক্রমে মোবাইল কোর্টে দক্ষতা ও দেশের আইন – শৃঙ্খলা রক্ষায় সুনামের সহিত দায়িত্ব পালন ও করে যাচ্ছে ব্যাটালিয়ন আনসার সদস্যরা। এসময় তিনি উপস্থিত অতিথি বৃন্দ এবং ব্যাটালিয়নের সকল স্থরের সদস্যদেরকে প্রতিষ্ঠা রার্ষিকীর শুভেচ্ছা জানান।