রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন

গঙ্গাচড়ায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২

রংপুরের গঙ্গাচড়া উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহন করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ৮ ইউপির সংরক্ষিত আসনের ২৪ জন ও সাধারণ আসনের ৭২ জন সদস্যকে শপথ গ্রহন করান উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম। শপথ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার, আলমবিদিতর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন, গজঘন্টা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান লিয়াকত আলী। উপজেলা সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়নের সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন বড়বিল ইউপির নবনির্বাচিত সংরক্ষিত সদস্য সাবিনা ইয়াছমিন, গঙ্গাচড়া ইউপির নবনির্বাচিত সদস্য আব্দুল মতিন অভি। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলায়াত করেন উপজেলা জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা তাজুল ইসলাম ও গীতা পাঠ করেন প্রভাষক শ্যামল রায়। শপথ শেষে সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার। এছাড়া গত সোমবার বিকাল ৪টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আসিব আহসান উপজেলার নবনির্বাচিত ৮ চেয়ারম্যানকে শপথ গ্রহন করান।
শপথ গ্রহন কারী চেয়ারম্যানগণ হলেন বেতগাড়ী ইউপির মোহাইমিনুল ইসলাম মারুফ, কোলকোন্দ ইউপির আব্দুর রউফ, বড়বিল ইউপির শহীদ চৌধুরী দীপ, গঙ্গাচড়া ইউপির মাজহারুল ইসলাম লেবু, গজঘন্টা ইউপির লিয়াকত আলী, মর্নেয়া ইউপির জিল্লুর রহমান, আলমবিদিতর ইউপির মোকাররম হোসেন সুজন, নোহালী ইউপির আশরাফ আলী। অন্যদিকে উপজেলা লক্ষীটারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ভোট স্থগিত থাকায় ওই ইউপির অন্য ওয়ার্ডে নির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়নি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com