মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় দৈনিক নয়া দিগন্তের কর্মকর্তা মাসুদ রানা নিহত হয়েছেন। গতকাল রোববার বেলা ৩টার দিকে টাঙ্গাইলের মির্জাপুরে তার মোটরসাইকেলকে একটি গাড়ি ধাক্কা দিলে তিনি নিহত হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাসুদ রানা দৈনিক নয়া দিগন্তে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) হিসেবে কর্মরত ছিলেন। তার বয়স হয়েছিল ৩৪ বছর। তার মা, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
সদা হাসিখুশি ও কর্মচঞ্চল মাসুদ রানার এমন মৃত্যুর খবর নয়া দিগন্ত অফিসে এলে শোকাবহ অবস্থার সৃষ্টি হয়। তার মৃত্যু দৈনিক নয়া দিগন্তের জন্য অপূরণীয় ক্ষতি। এ মৃত্যুতে দৈনিক নয়া দিগন্ত পরিবার শোকাহত। নয়া দিগন্তের সর্বস্তরের সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারী তার রুহের মাগফিরাত কামনা করে, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাসুদ রানা তার বগুড়াস্থ বাড়ি থেকে নিজের মোটরসাইকেলযোগে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন। পথিমধ্যে টাঙ্গাইলের মির্জাপুরের কদিম ধল্যা বাসস্ট্যান্ড এলাকায় ওভারপাসে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি বাস। তিনি ঘটনাস্থলেই মারা যান। ধাক্কা দেয়া গাড়িটি তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হাসেম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।