বহুল প্রচারিত এবং জনগণের গ্রহণযোগ্য ও সর্বজন পঠিত জাতীয় দৈনিক গণমুক্তি পত্রিকা নানা প্রতিকুলতার মধ্যে দিয়ে ৪৯তম বছর অতিক্রম করে পঞ্চাশ বছরের পর্দাপণ করলো। এ লক্ষ্যে নানা আয়োজনে রাজশাহীতে এই পত্রিকার ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (৩০ জানুয়ারী) সকালে রাজশাহী শিশু একাডেমিতে আলোচনা সভা ও কেক কাটা হয়। সেই সাথে উপস্থিত সকল অতিথিদের মধ্যে গণমুক্তি লোগো সমৃদ্ধ গেঞ্জি ও মগ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণমুক্তি রাজশাহী ব্যুরোচিফ মাজহারুল ইসলাম চপল। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কোর্ট কলেজের সাবেক অধ্যক্ষ, বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখার সহ-সভাপতি ও শিক্ষক নেতা শফিকুর রহমান বাদশা, প্রবীন সাংবাদিক, কলামিষ্ট ও রাজশাহী প্রেস ক্লাবের আজীবন সদস্য গোলাম সারওয়ার, দৈনিক রাজশাহী পত্রিকার প্রকাশক ও সম্পাদক আজিবার রহমান, বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি আবু কাওসার মাখন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম। অতিথিবৃন্দ পত্রিকাটির স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে পঞ্চাশ বছর হলো। আর এই পত্রিকারটি বয়স হলো ৪৯ বছর। স্বাধীনতার পরের বছর জন্ম নিয়ে দীর্ঘ পথ চলায় নানা প্রতিকুলতা এবং বাধা অতিক্রম করে এই পর্যন্ত এসেছে। সেইসাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অবিচল থাকায় তারা ধন্যবাদ প্রকাশ করেন এবং এর সঙ্গে জড়িত সম্পাদক, প্রকাশক, সাংবাদিক ও কুলাকুশলীদের শুভেচ্ছা জানান। তাঁরা আরো বলেন, বর্তমানে সাংবাদিকদের অবস্থা খুব একটা ভালো নয়। নিজেদের গ্রুফিং এর কারনে এই অবস্থা হয়েছে। সকল সাংবাদিককে একতাবদ্ধ হয়ে কারো প্ররোচনায় কর্ণপাত না করে নিজে থেকে তন্দ করে বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ পরিবেশ করার আহবান জানান। তাঁরা বলেন, সাংবাদিকরা হচ্ছে একটি জাতীয় বিবেক। দেশের স্বাধীনতা সার্বোভৌমত্ব অক্ষুন্ন রাখতে এবং দেশের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসিম। বিধায় এই পেশাকে সম্মানের সাথে গ্রহন করে দেশ ও জনগণের পাশে থেকে সেবা করার পরামর্শ দেন অতিথিবৃন্দ। বক্তব্য শেষে অতিথিবৃন্দ ও উপস্থিত সকলেই মিলে কেক কাটার মধ্যে দিয়ে বর্ষপূর্তি উদযাপন করা হয়। সেইসাথে এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়।