নোয়াখালীর হাতিয়া উপজেলার হাতিয়া বাজারে গতকাল বিকেলে বেসরকারি উন্নয়ন সংস্থা মালতিয়া ফাউন্ডেশানের হরনি,চানন্দি ও চরবাটা ইউনিয়ন শাখার উদ্বোধন উপলক্ষ্যে ৫শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। চেয়ারম্যানঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোসলেহ উদ্দিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালতিয়া ফাউন্ডেশানের চেয়ারম্যান আবদুল শহীদ মালতিয়া। এসময় হরনি,চানন্দি ও চরবাটা ইউনিয়ন শাখা ব্যাবস্থাপক আফছার উদ্দিন, ফকিরপুর ও কাদিরহানিফ ইউনিয়ন শাখা ব্যাবস্থাপক জালাল উদ্দিনসহ ফাউন্ডেশানের বিভিন্ন শাখা ব্যবস্থাপকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানুষ মানুষের জন্য এই শ্লোগান নিয়ে ২০২০ সালে এই ফাউন্ডেশানের যাত্রা শুরু হয়। বর্তমানে নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের অধীন বিভিন্ন এলাকায় ফাউন্ডেশানের কার্যক্রম চালু রয়েছে। পর্যায়ক্রমে অত্র অঞ্চলে স্বাস্থ্য, শিক্ষা, আর্থ-সামাজিক উন্নয়ন, পূর্নবাসনসহ বিভিন্ন প্রোগ্রাম চালু করা হবে এবং বেকার যুবক ও নারীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের কার্যক্রম চালু করা হবে। বর্তমানে সদস্য অভিযান ও ঋণ কার্যক্রম চালু রয়েছে।