পলাশবাড়ী পৌরসভা নবনির্বাচিত পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ধারাবাহিকভাবে একেরপর এক পৌর এলাকার উন্নয়নমূলক কাজ গুলো স্বচ্ছতা, জবাবদিহিতা ও সাফল্যতার সাথে বাস্তবায়ন করে যাচ্ছেন। ইতিমধ্যে পৌর এলাকার রাস্তাঘাটের ড্রেনেজ ব্যবস্থা, বিদ্যুৎ উন্নয়নে খুটি, হাট-বাজার গুলোর উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। সেই সাথে বর্তমান সময়ে গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে আসছেন। তার এমন উন্নয়ন অগ্রগতির ধারাবাহিকতায় পলাশবাড়ী পৌরসভার বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় এডিপি প্রকল্পের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। ৩০ জানুয়ারী বিকাল ৩টায় পলাশবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের ৫ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে দক্ষিন নুনিয়াগাড়ী আদর্শপাড়ায় দুটি ইউড্রেন ও মৃত মুনছুর আলীর পুকুরপাড়ে একটি প্যালাসাইটিং নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। পলাশবাড়ী পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের নির্দেশনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মতিয়ার রহমান। এসময় উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী মর্তুজা এলাহী, ঠিকাদার শাহজাহান প্রধান, আলহাজ¦ আব্দুল মজিদ, আঃ জলিল শেখ, হেলাল শেখ, নুরুল হক মাষ্টারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনকালে কাউন্সিলর মতিয়ার রহমান জানান, শতভাগ স্বচ্ছতার মধ্যে দিয়ে ওয়ার্ডের বিভিন্ন কাজের উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব। মোঃ শাহজাহান প্রধান ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ গুলো বাস্তবায়ন করা হবে। নবগঠিত পৌরসভার ৫নং ওয়ার্ডের এই প্রথম উন্নয়ন কাজের অগ্রযাত্রা শুরু করা হলো।