নতুন বছরের প্রথম মাসেই একটি নতুন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন জনপ্রিয় অভিনেত্রী, নৃত্যশিল্পী ও মডেল নাদিয়া আহমেদ। অমিতাভ রেজার নির্দেশনায় একটি বিদেশী ব্র্যান্ডের হেয়ার কেয়ার সলিউসনের বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। এরইমধ্যে বিজ্ঞাপনের শুটিং-এ অংশ নিয়েছেন নাদিয়া আহমেদ। এর আগে ভারতে এই বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন বলিউড অভিনেত্রী শিল্পী শেঠী।
বাংলাদেশে এই পণ্যটি বাজারজাতকরণের ব্যাপারে মডেল হিসেবে নাদিয়াকেই বেছে নিয়েছেন প্রতিষ্ঠানটি। বিজ্ঞাপনটিতে কাজ করা নিয়ে ভীষণ উচ্ছ্বসিত নাদিয়া আহমেদ। এরইমধ্যে নাদিয়া আহমেদ শেষ করেছেন বিটিভির প্রযোজনায় পান্থ শাহরিয়ারের রচনায় ১০ পর্বের বিশেষ নাটক ‘একটি কবিতার গল্প’। এই নাটকের নাদিয়া কবিতার ভূমিকায় অভিনয় করেছেন। জনসচেতনতামূলক এই ধারাবাহিকে কাজ করেও ভীষণ তৃপ্ত নাদিয়া আহমেদ। বিজ্ঞাপন ও নাটকে কাজ করা প্রসঙ্গে নাদিয়া আহমেদ বলেন,‘যে বিজ্ঞাপনটিতে কাজ করেছি-এর আগে এই বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন শিল্পা শেঠী। আমাদের দেশে এই হেয়ার কেয়ার সলিউসনটির বাজারজাত করণের বিষয়ে আমাকে চূড়ান্তভাবে মনোনীত করায় আমি সত্যিই বেশ আনন্দিত। অমিতাভ ভাইয়ের নির্দেশনায় কাজ করাটাও ভীষণ ভালো লাগার ব্যাপার। ভীষণ যতœ নিয়ে তিনি কাজ করেন। আর দশ পর্বের ধারাবাহিকটিতে আমি কবিতা চরিত্রে অভিনয় করেছি। কবিতা নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে। বাল্যবিবাহ প্রতিরোধে যেমন কাজ করে ঠিক তেমনি নারীদের সাবলম্বী হয়ে উঠার ব্যাপারেও কাজ করে। আবার তার নিজের জীবনেরও ভালো লাগা ভালোবাসার গল্প রয়েছে। মূলত এক কবিতার গল্প-অন্যান্য নাটকের চেয়ে একদমই সমাজের সাধারন জীবনের গল্প। যে গল্পগুলো এখন আর নাটকের মধ্যে সেভাবে তুলে আনা হয়না। তাই কাজটি করেও ভীষণ ভালো লেগেছে।’
শিগগিরই ‘এক কবিতার গল্প’ এবং অমিতাভ রেজার নির্দেশনায় নাদিয়ার নতুন বিজ্ঞাপনটি প্রচারে আসবে। এদিকে গেলো ২৮ জানুয়ারি ‘অভিনয় শিল্পী সংঘ’র নির্বাচনে অংশ নিয়ে পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন নাদিয়া আহমেদ। আবার গতকাল থেকেই তিনি মানিকগঞ্জে কায়সার আহমেদ’র পরিচালনায় ‘বকুলপুর রিটার্নস’ ধারাবাহিকের কাজ শুরু করেছেন। শিগগিরই নাদিয়া আহমেদ সৈয়দ শাকিল ও মজিবুল হক খোকনের পরিচালনায় দু’টি নতুন ধারাবাহিকের কাজ শুরু করতে যাচ্ছেন।