রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন

সুন্দরবন থেকে পাচার হচ্ছে কর্তন নিষিদ্ধ সুন্দরী ও গরান গাছ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

সুন্দরবন থেকে কর্তন নিষিদ্ধ মূল্যবান সুন্দরী ও গরান গাছ পাচার হওয়ার অভিযোগে রবিবার (৩০ জানুয়ারি) বিকালে মোংলা থেকে উদ্ধার করেছে বনবিভাগ। পূর্ব সুন্দরবনের এসও (ষ্টেশন অফিসার) সামানুল কাদির এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এর সাথে কারা জড়িত তা জানাতে পারেননি তিনি। এসও সামানুল কাদির আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর গুচ্ছ গ্রাম থেকে বক্কর(২৮) এর ঘর থেকে স্থানিয় ৭ ওয়ার্ডের ইউপি সদস্য সুলতান’র সহযোগীতায় এই গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছের মধ্যে সুন্দরবনের কর্তন নিষিদ্ধ সুন্দরী ও গরান গাছ রয়েছে। পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া এই গাছ কি পরিমান তা আগামীকাল (সোমবার) জানাতে পারবেন বলেও জানান তিনি। স্থানীয়রা জানান, শাহেদ খাঁ এর ছেলে আবুল খাঁ(৩৫), অহিদুল খাঁ(৩২), সত্তার শেখের ছেলে রশিদ(৪২), এদের সহযোগীতায় বক্কর অনেকদিন যাবৎ গাছের ব্যবসা করে আসছে। পূর্ব সুন্দরবনের ডিএফও (বিভাগীয় বনকর্মকর্তা) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, সুন্দরবনের কর্তন নিষিদ্ধ এই গাছ কারা কেটেছে এবং কিভাবে পাচার হলো তা তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com