ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ আশরাফুল আলম আশরাফ পৌরসভাধীন কলেজপাড়া নিবাসী রিকশাচালক হাসেম আলীর মায়ের মৃত্যুর সংবাদ শুনে ছুটে যান জানাজায় অংশ নিতে। আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী মৃত ব্যাক্তির বাড়িতে উপস্থিতি থাকলেও জানাযার নামাজ পড়ানোর জন্য ছিল না কোনো ইমাম সাহেব। তখন মেয়র আশরাফ উপস্থিত মুরব্বিদের যে কাউকে জানাজার নামাজ পড়ানোর কথা বললে কেউ রাজি হয় না। এমতাবস্থায় তিনি নিজেই জানাজার নামাজের ইমামতি করেন। মঙ্গলবার বেলা ১১ টায় ব্যতিক্রমী এ ঘটনাটি ঘটে। পূর্বে কালীগঞ্জ পৌরসভার কোনো মেয়র কিংবা কোনো রাজনৈতিক দলের নেতা কর্তৃক জানাজার নামাজে ইমামতি করার ঘটনা কালীগঞ্জে এটিই প্রথম। মেয়র আশরাফ কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এসময় কালীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর রুবেল হোসেন উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন এলাকায় মৃত ব্যক্তির জানাজায় প্রতিনিয়ত দেখা যায় তরুণ এই পৌরমেয়রকে। এ ব্যাপারে মেয়র আশরাফ বলেন, একধরনের অনুভূতির জায়গা থেকে মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণের তাগিদ মনের মধ্যে অনুভব করি। তাছাড়া জনপ্রতিনিধি হিসেবে আমার নেতা ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের পদাঙ্ক অনুসরণ করে জনগণের সুখে-দুখে পাশে থাকার যে প্রতিশ্রুতি আমরা দিয়ে থাকি তা পালনের ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবেও মানুষের বিপদের দিনে আমি পাশে থাকার চেষ্টা করি। আজ স্থানীয় ইমাম সাহেব ছুটিতে থাকার কারণে, এবং অন্য কেউ জানাজার নামাজ পড়াতে না চাওয়াই আমি নিজেই পড়িয়েছি।