ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার একমাত্র ভারিশিল্প প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেড পরিদর্শন করেন বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের যুগ্ন সচিব ও চিনি শিল্পের অর্থবিভাগের পরিচালক খন্দকার আজীম। বুধবার নিজে বাইসাইকেল চালিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত মিলের ভেতরে কারখানা ও অফিসসমূহ ঘুরে ঘুরে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কর্মরত কর্মকর্তা, সাধারণ শ্রমিক ও আখ চাষীদের সাথে পৃথক পৃথক মত বিনিময় করেন।এসময় তিনি বলেন, চিনি শিল্পকে বাচিয়ে রাখতে সকলকে একসাথে আরো আন্তরিকতার সাথে কাজ করতে হবে এবং আখ চাষে কৃষকদেরকে উদবুদ্ধ করতে হবে। কৃষকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন,আখ চাষ অধিক লাভজনক। এখন আখের টাকা পেতে আপনাদের আর বেগ পেতে হয় না। ঘরে বসে মোবাইলের মাধ্যমেই আখের টাকা আপনারা পেয়ে যাচ্ছেন।মোবারকগঞ্জ সুগার মিল আপনাদের প্রতিষ্ঠান, তাই এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে হলে বেশি বেশি আখ চাষের কোনো বিকপ্ল নেই।তাছাড়া আখ চাষের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাও ধীরে ধীরে কাটিয়ে উঠা সম্ভব হবে, যদি কিনা আপনারা বেশি বেশি আখ রোপণ করেন। পরিদর্শককালে এই কর্মকর্তার সাথে ছিলেন মোবারকগঞ্জ সুগার মিলের ব্যাবস্থাপনা পরিচালাক রাকিবুর রহমান খান এবং মোচিক শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুল।