বঙ্গোপসাগরে শুক্রবার দিবাগত রাতে আকষ্মিক ঝড়ে ছোটবড় ২০টি ফিসিংবোট ডুবে গেছে। ১৯ জেলেসহ ভাসমান দুটি ফিসিংবোট উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে ১১ জেলে। বৃষ্টিতে ভিজে দুবলারচরে বিপুল পরিমাণ মাছ বিনষ্ট হয়েছে। দুবলার ভেদাখালী থেকে শনিবার দুপুরে বাগেরহাটের বগা এলাকার ফিসিংবোট এফবি এ আলী,র মাঝি এমারত হোসেন মোবাইল ফোনে জানান, শনিবার ভোর রাতে উত্তাল সাগরে উল্টে ভাসমান থাকা এফবি মায়ের দোয়া ও এফবি মা-বাবার দোয়াকে ১৯ জেলেসহ উদ্ধার করে শনিবার দুপুরে সুন্দরবনের ভেদাখালীতে নিয়ে এসেছেন। উদ্ধারকৃত ঐ দুটি বোটের ৮ জন জেলে নিখোঁজ রয়েছেন এ ছাড়া সাগরে আরো ৭/৮ টি ফিসিংবোট উল্টে ভাসমান অবস্থায় দেখেছেন বলে এমারত জানিয়েছেন। নিখোঁজ জেলেদের বাড়ী বাগেরহাটের কচুয়ার বগা এলাকায় বলে জেলেরা জানান। দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি মোঃ কামাল উদ্দিন মোবাইল ফোনে জানান, শুক্রবার দিবাগত রাতে হঠাৎ ঝড়ে সাগরে মাছধরারত দুবলারচরের ২০টি ছোট জেলেবোট সাগরে ডুবে গেছে। এ ঘটনায় তিনজন জেলে নিখোঁজ হয়েছে। নিখোঁজ জেলেরা হচ্ছে, রামপাল উপজেলার বকুলতলা গ্রামের মফিজুল(২৮), দুর্গাপুর গ্রমের শাহিনুর(২৫) এবং তালার চাকলার মিজান(৩৫)। বৃষ্টিপাতে আলোরকোলে কোটি টাকার মাছ বিনষ্ট হয়েছে বলে দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি জানিয়েছেন। বঙ্গোপসাগরে মাছধরারত ফিসিংবোট এফবি সাগর-১,র মাঝি পিরোজপুরের বগা গ্রামের সাইদুল ইসলাম শনিবার সকালে মোবাইলফোনে ইত্তেফাককে জানান, শুক্রবার দিবগত মধ্যরাতে তারা দুবলারচর থেকে ৪০/৫০ কিলোমিটার দক্ষিণে গভীর সাগরে মাছ ধরছিলেন এসময় আকষ্মিক ঝড়ে উত্তাল সাগরে বগা এলাকার দুটি ফিসিংবোট ডুবে গেছে। ডুবে যাওয়া ফিসিংবোট গুলো হচ্ছে এফবি মায়েরদোয়া এবং এফবি মা-বাবার দোয়া। ডুবে যাওয়া দুটি বোটের ১৯ জেলেকে অন্য জেলেদের বোটে উদ্ধার করলেও মায়েরদোয়া বোটের বাবুর্চি বাদলসহ ৮ জেলে নিখোঁজ রয়েছে বলে ঐ মাঝি সাইদুল জানিয়েছেন। জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহলাদ চন্দ্র রায় মোবাইলফোনে জানান, শুক্রবার রাতে দুবলারচর অঞ্চলে ব্যপক ঝড়বৃষ্টি হয়েছে। ঝড়ে দুবলারচরের ১৮টি মাঝারি ধরণের বোট ডুবে গেছে। বৃষ্টিপাতে দুবলার আলোরকোল, মাঝেরকেল্লা, নারিকেলবাড়ীয়া ও শ্যালারচরে জেলেদের বিপুল পরিমাণ মাছ ভিজে নষ্ট হয়েছে। ক্ষতির পরিমাণ দুই কোটি টাকা হবে বলে জেলেদের বরাত দিয়ে ঐ কর্মকর্তা জানান। কোষ্টগার্ড আলোরকোল কন্টিনজেনটের পেটি অফিসার মোঃ মাসুম বিল্লাহ মুঠোফোনে ইত্তেফাককে জানান, শুক্রবার রাতের ঝড়ে সাগরে আলোরকোলের মাছধরা বোট ও জেলেদের নিখোঁজের খবর পেয়ে তারা সাগরে তল্লাশী অভিযান শুরু করে তিনজন জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে অলোরকোলে জেলে মহাজনদের কাছে বুঝিয়ে দিয়েছেন।