শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন

জেলা প্রশাসককে এডিপিভুক্ত প্রকল্প মূল্যায়নের দায়িত্ব প্রদানের আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

জেলা প্রশাসককে এডিপিভুক্ত শতভাগ প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব প্রদান সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রাণালয়ের আদেশ প্রত্যাহারের দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)। বৃহস্পতিবার সকালে শহরের দয়াময়ী চত্বরে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মাবনবন্ধনে বক্তব্য রাখেন আইইবি জামালপুর সাব সেন্টারের সহ-সভাপতি জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সায়েদুজ্জামান সাদেক, পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবিএম ফারুক আহম্মেদ ও সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন। এ সময় বক্তারা বলেন, প্রকৌশলীদের কাজের মূল্যায়ন করার জন্য মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থা রয়েছে। জেলা প্রশাসনের মাধ্যমে কাজের মূল্যায়ন করতে গেলে কাজের পরিবেশ নষ্ট হবে। জনপ্রশাসন মন্ত্রালয়ের আদেশ দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকী দেন নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com