ভারতের বিখ্যাত শিল্পপতি রাহুল বাজাজ মারা গেছেন। গত শনিবার ভারতের পুনেতে মৃত্যুবরণ করে ৮৩ বছর বয়সী এ ব্যবসায়ী। বাজার গ্রুপের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতির বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, হঠাৎ অসুস্থ বোধ করছিলেন রাহুল বাজাজ। এরপর স্থানীয় সময় আড়াইটার দিকে তার মৃত্যু হয়। মহারাষ্ট্র সরকার জানিয়েছে, আগামীকাল রোববার রাষ্ট্রীয়ভাবে তার শেষকৃত্য সম্পন্ন হবে। গত বছরের এপ্রিল মাসে বাজাজ অটোর চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান রাহুল বাজাজ। তবে পাঁচ বছরের জন্য প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইমিরেটাস হিসেবে সেসময় দায়িত্ব নেন তিনি।
রাহুল বাজাজের হাত ধরে বাজাজ গ্রুপ অটোমোবাইল, ইন্স্যুরেন্স, বিনিয়োগ অর্থায়ন, হোম অ্যাপ্লায়েন্স, বৈদ্যুতিক বাতি, বায়ু বিদ্যুৎ,ইস্পাত, পর্যটনসহ বিভিন্ন খাতে তাদের ক্ষেত্র প্রসারিত করেছে।বিশেষ করে ভারতীয় মধ্যবিত্ত পরিবারগুলোর কাছে তিনি সুলভে পৌঁছে দিয়েছেন মোটরসাইকেল বা স্কুটার। হামারা বাজাজ শীর্ষক স্লোগানটিও ভীষণ জনপ্রিয়। বিশিষ্ট এ শিল্পপতির মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।