রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন

হাঁটু পানিতে কাদায় দাড়িয়ে পাঁচ হাজার মানুষের ঈদ জামাত

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৫ মে, ২০২০

আম্ফানের আঘাতে লন্ডভন্ড খুলনার উপকূলীয় উপজেলা কয়রা। পোল্ডারের কাজ শেষে স্বেচ্ছাশ্রমে কাজ করতে আসা প্রায় পাঁচ হাজার মানুষ ক্লোজারে হাঁটু পানিতে দাঁড়িয়ে ঈদের জামাত আদায় করেছে। ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা আ খ ম তমেজ উদ্দীন।

ঘূর্ণিঝড় আম্ফানের ভয়াল থাবায় গত ২০ মে রাতে খুলনার উপকূলীয় কয়রা উপজেলা  লন্ডভন্ড হয়ে যায়। ২৩টি বাঁধ ভেঙে প্লাবিত চারটি ইউনিয়ন। এ পরিস্থিতিতে লোনা পানি থেকে রক্ষা পেতে প্রতিদিন স্বেচ্ছাশ্রমে কাজ করছে হাজার হাজার মানুষ।

প্রতিদিনের মতো সোমবার ঈদের দিনও সদর ইউনিয়ের ২ নং কয়রা গ্রামের ক্লোজারে কোদাল হাতে বাঁধ মেরামতে হাজারও মানুষ অংশ নেন। কাজের মধ্যেই তাদের হাঁটু পানিতে ঈদের নামাজ পড়তে দেখা গেছে।

এসব প্রতিকূল পরিবেশে অনেকটা অভ্যস্ত এই উপজেলার মানুষ। আইলায় বছরের পর বছর যখন ডুবে ছিল প্রায় গোটা এলাকা, তখনও ঈদের নামাজ পড়তে হয়েছে নৌকায় অথবা বাঁশের ঝাপির ওপরে।

এমআইপি/প্রিন্স/আরএস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com