শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::

জামালপুরে বোরো ধান চাষের খরচ আগের তুলানায় বেড়েছে

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

জামালপুরের মেলান্দহ উপজেলায় বোরো ধান লাগানো শুরু হয়েছে। তবে বোরো ধান চাষে খরচ বৃদ্ধি পেয়েছে। জমি প্রস্তুত করতে মটর সেচ পাম্পের বাড়া, ডিজেলচালিত মেশিনের বাড়া, কীটনাশক ও ধান লাগানো শ্রমিকের মজুরিসহ দাম বৃদ্ধি পেয়েছে বলে জানান কৃষকেরা। গতবছরের বোরো মৌসুমে বিঘা প্রতি ১৩ হাজার থেকে ১৪ হাজার টাকা খরচ হলেও তা বেড়ে এ বছর ১৭হাজার থেকে ১৮হাজার টাকা হবে বলে আশঙ্কা করছেন কৃষকরা। তবে এ মৌসুমে ধানের দাম নিয়ে চিন্তায় রয়েছে কৃষক। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলা বোরো মৌসুমে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ৩৪০ হেক্টর জমি।উপজেলার চরপলিশা ইউনিয়নে সরেজমিনে গিয়ে দেখা যায়, ধান লাগাতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার বিভিন্ন ইউনিয়নে থেকে ধান লাগাতে এসেছেন শ্রমিকেরা এ ইউনিয়নে। চরপলিশা উওর পাড়া এলাকার কৃষক রুবেল মিয়া বলেন, সবকিছুই দাম বেড়েছে সেচ পাম্পের বাড়া গত বছর ছিল ২৫ শত টাকা এবার করছে ৩ হাজার টাকা, ডিজেলের দাম বেড়ে যাওয়াই হাল বাওয়া টাক্টারের দাম বেশি, কামলা গত বছর ছিল ৫০০ এবার ৭০০ টাকা। চারা থেকে শুরু করে সার-বিষ, সব কিছুর দাম বেড়েছে। এখন আমাদের মত সাধারণ কৃষকের মরন, আবাদ না করলেও হয়না করলেও পুষায় না। তবে ধানের দাম যদি না বাড়ে তাহলে আবাদ করে আমাদের লোকসান হবে।উপজেলার ইসলামপুর থেকে ধান লাগাতে আসা করিম মিয়া নামে এক শ্রমিক বলেন, আমাদের ওদিকে ধান লাগানো শেষ হয়েছে। এদিকে মজুরি বেশি তাই এখন এদিকে ধান লাগাতে এসেছি। বেলা তিনটার আগেই কাজ শেষ হবে। একদিনের মজুরি ৭০০ টাকা। তাই ওদিক থেকে এ এলাকায় এসেছি ধান লাগানোর জন্য। ফরহাদ রেজা নামে এক জমির মালিক জানান, এদিকে সব জায়গায় একসাথে ধান লাগানো শুরু হইছে। ধান লাগাতে বেশি দাম দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না লোক। এর জন্যই ধান লাগানোর কামলার দাম বেড়েছে। পাওয়ার টিলারের চালকেরা বলছে, গতবছরের ডিজেলের দাম কম ছিল। তখন বিঘা প্রতি জমি হাল চাষ করতে ১৫শ টাকা করে করে নেওয়া হয়েছে। ডিজেলের দাম বেশি হয়েছে দাম বাড়ানো হয়েছে হাল চাষে। আমারা যদি দাম না বাড়াই তাহলে আমাদের লস্ হয়। তার জন্যই দাম কিছুটা বাড়িয়েছি।উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় এবার বোরো ফসলের খরচ কিছুটা বৃদ্ধি পেয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ দেওয়া হয়েছে। এবং ধান কাটার জন্য অর্ধেক দামে মেশিন দেওয়া হবে কৃষকদের। এবার বোরো ফসলে ভালো ফলন হবে বলে আশা করছি আমরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com