শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন

দুর্গাপুর পৌর এলাকার নানা উন্নয়ন শুরু হয়েছে

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা):
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ২০২০-২১ অর্থবছরের ৯টি প্রকল্পের মধ্যদিয়ে উন্নয়ন কাজ শুরু হয়েছে। এর মধ্যে প্রায় ৩ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে একটি এবং প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যায়ে আরেকটি প্রকল্পের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। এনিয়ে গতকাল মঙ্গলবার সাংবাদিকদের সাথে কথা বলেন পৌর প্রকৌশলী উত্তম কুমার দাস। দুর্গাপুর কালীবাড়ি মোড় হতে ফল মহাল পর্যন্ত আরসিসি ড্রেন, কালীবাড়ী মোড় থেকে নাজিরপুর মোড় পর্যন্ত আরসিসি, সোমেশ্বরী নদীর ঘাট থেকে নাজিরপুর মোড পর্যন্ত রাস্তা সংস্কার সহ ইতোমধ্যে নানামুখী উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। এ সময় অন্যদের মধ্যে, প্যানেল মেয়র মশিউজ্জামান বাদল, কাউন্সিলর এস.এম কামরুল হাসান জনি, ঠিকাদার আবু সাইদ সরকার সাদেক, পৌর প্রকৌশলী উত্তম কুমার দাস, সচিব মোঃ তৌহিদুল ইসলাম, অন্যান্য কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীগন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। এ নিয়ে পৌর প্রকৌশলী উত্তম কুমার দাস বলেন, করোনার কারনে আমাদের অনেক বরাদ্দ আটকে ছিলো। মাননীয় মেয়র স্যারের নির্দেশে নগর উন্নয়নে ইতোমধ্যে নানা প্রকল্পের টেন্ডার হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা সহ আশপাশের রাস্তা-ঘাট সংস্কারের জন্য অনেক প্রকল্পই হাতে নেয়া হয়েছে। উন্নয়ন কাজ নিয়ে মেয়র আলা উদ্দিন বলেন, যে এলাকার রাস্তাঘাট যত উন্নত-ওই এলাকা দেশের মানুষের কাছে তত পরিচিত। আমি দুর্গাপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রুপান্তর করতে চাই। পৌর এলাকার উন্নয়ন কাজ চলছে, সামনে আরোও নতুন নতুন প্রকল্প হাতে নেয়া হবে। এ সকল কাজ বাস্তবায়ন করতে পৌর এলাকায় অবস্থিত ব্যবসা বানিজ্যের সাময়িক অসুবিধার জন্য আমি দুঃখিত। আশা করছি অল্প কিছু দিনের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com