বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৩৫ পূর্বাহ্ন

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন : নীল প্যানেলের মতবিনিময়

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ সালের নির্বাচন উপলক্ষে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের আয়োজনে নীল প্যানেলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার এ সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নীল প্যানেল থেকে নির্বাচনে অংশ নেয়া সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট মো: আব্দুর রাজ্জাক ব্যালট নম্বর ০১, অ্যাডভোকেট মোজাহিদুল ইসলাম ব্যালট নম্বর ১২ ও অ্যাডভোকেট রেজাউল হক রিয়াজ ব্যালট নম্বর ১৮সহ অন্য প্রার্থীরা সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় করেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকারের সভাপতিত্বে ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক যথাক্রমে অ্যাডভোকেট গিয়াস উদ্দিন মিঠু ও অ্যাডভোকেট ড. গোলাম রহমান ভূঁইয়া, ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ও ঢাকা বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মঈন উদ্দিন, কেন্দ্রীয় ট্রেজারার অ্যাডভোকেট মো: ইউসুফ আলী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট ড. মো: হেলাল উদ্দিন, ল’ইয়ার্স কাউন্সিলের নির্বাহী সদস্য অ্যাডভোকেট রোকন রেজা, ল’ইয়ার্স কাউন্সিলের ঢাকা জজ কোর্ট শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফর রহমান আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন খন্দকার। আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক ফারুকী প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তাগণ বলেন, আইন অঙ্গনে গতিশীলতা, ন্যায়বিচার নিশ্চিত ও বিচারপ্রার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নীল প্যানেল অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। সে লক্ষ্যে সাধারণ ভোটারদের নীল প্যানেলকে বিজয়ী করার জন্য নিজে ভোট প্রদানের পাশাপাশি সার্বিক সহযোগিতা করতে হবে। একইসাথে দেশের বিচার ব্যবস্থার সার্বিক উন্নয়নে আইনজীবীগণকে তাদের নিজ নিজ ক্ষেত্রে আরো বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের পূর্ণ আস্থা ফিরিয়ে আনতে অবদান রাখতে হবে। উল্লেখ্য যে, এশিয়ার বৃহত্তম এ বার সমিতিতে ২৫ হাজার ২০০ জন আইনজীবী সদস্য রয়েছেন। যার মধ্যে এ নির্বাচনে ১৭ হাজার ৫৬৫ জন ভোটাধিকার প্রয়োগ করবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com