সৌদি বাদশার নিজস্ব সাহায্য সংস্থা কিং সালমান সেন্টারের অর্থায়নে ও স্থানীয় অংশীদার (লোকাল পার্টনার) আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন এর সার্বিক ব্যবস্থাপনায় বল প্রয়োগে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য ৫০০টি ঘর নির্মাণ প্রকল্প বাস্তবায়ন উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ, সোমবার সকাল ১১টায় চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও রূপালী আবাসিক এলাকাস্থ কার্যালয়ে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চট্টগ্রাম ১৫ আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশী দরিদ্র জনসাধারণের জন্য কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের সহায়তা ও বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। শুধু আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশী হত দরিদ্রদের জন্য প্রায় একশত কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। তিনি বলেন, কিং সালমান সেন্টার বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তা প্রদানকারী সংস্থা। এটি সারা বিশ্বের উন্নয়নশীল দেশ এবং অভাবী মানুষের পাশে দাঁড়িয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের জন্য কিং সালমান সেন্টার বল প্রয়োগে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য ৫০০টি ঘর নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে এবং আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন বাংলাদেশ স্থানীয় অংশীদার হিসাবে এই বাড়িগুলি নির্মাণ করবে। এসময় ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের যুগ্ন মহাসচিব অধ্যাপক ড. শফি উল্লাহ কুতুবী, প্রকল্প পরিচালক আবুল আতা মুহাম্মদ এমাদ উদ্দিন, সমাজসেবা সচিব আ.ন.ম সেলিম চৌধুরী চেয়ারম্যান, প্রচার সচিব অধ্যাপক শাব্বির আহমদ, কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ সালামত উল্লাহ, মুহাম্মদ ওয়ায়েজ, মাওলানা মুহাম্মদ আমিন নদভী, ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন, ফাউন্ডেশনের চীফ একাউন্ট্যান্ট বোরহান উদ্দিন, একাউন্ট্যান্ট জরজিস আহমদ চৌধুরী প্রমুখ।