সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন

জলঢাকায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা

রিয়াদ ইসলাম (জলঢাকা) নীলফামারী :
  • আপডেট সময় বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

নীলফামারী জলঢাকা উপজেলায় আগমন উপলক্ষে সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,সাংবাদিক,রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন এর সঙ্গে মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে শেষ বিকালে উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাগত জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির,পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ ও মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম ও ইউপি চেয়ারম্যান সহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ।এ সময় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে পরিচিতি পর্ব শেষে অনলাইন শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। এসময় তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, করোনা ভাইরাস সংক্রমণের কারনে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবী থমকে গেছে। এ থেকে প্রতিটি দেশ উত্তরণের উপায় খুজছে। আমরাও চেষ্টা করছি সবাই মিলে ভালো থাকতে। এজন্য শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি পুষিয়ে নিতে তিনি প্রাথমিক শিক্ষা পরিবারকে আরো তৎপর হয়ে কাজ করার আহবান জানান। এছাড়া তিনি আরও বলেন, জলঢাকা উপজেলার সকল স্তরের মানুষের প্রতি আমার সুদৃষ্টি থাকবে। এ জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com