শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::

পাবর্তীপুরে দিনব্যাপী প্রানিস্পদ প্রদর্শনী

নজুরুল আজিজ পলাশ পার্বতীপুর (দিনাজপুর) :
  • আপডেট সময় বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

পুষ্টি মেধা দারিদ্র বিমোচন প্রানিসম্পদ প্রদর্শনীর আয়োজন এই প্রতিবাদ্যকে সামনে রেখে প্রানিসম্পদওডেইরী উন্নয়ন প্রকল্প(এলডিডিপি) সহযোগিতায় উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রানিসম্পদ প্রদর্শনী দিনাজপুরের পার্বতীপুরে অনুিষ্ঠত হয়েছে। জানা গেছে, গতকাল দিন ব্যাপী দিনাজপরের পাবর্তীপুর শহীদ ময়দান মাঠে প্রানী সম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। এত সভাপতিত্ব করেন প্রীতম সাহা (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী অফিসার পার্বতীপুর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আমিরুল মোমেনিন ভাইস চেয়ারম্যান উপজেলা পরিযদ পার্বতীপুর। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রুকসানা বারী রুকু মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিযদ পার্বতীপুর দিনাজপুর ও ১নং বেলাইচন্ডি ইউপির চেয়ারম্যান কৃযিবিদ নুর মোহাম্মদ রাজা। উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার আঃ রফ প্রামানিক। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডাঃ মোঃ আবদুর রাজ্জাক উপজেলা প্রানি সম্পদ অফিসার পাবর্তীপুর। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ খলিলুর রহমান উপ প্রানি সম্পদ অফিসার পাবতীপুর। প্রদর্শনীতে ৪০টি স্টলে গরু, ছাগল, হাস, মুরগী, কবিতর সহ বিভিন্ন প্রানি আনা হয়। প্রদশৃনীতে খামারি আতিয়ার রহমান (ব্রামাজাতের আড়িয়া) কে প্রথম এবং মোঃ ফারুক হোসেন (ফ্রিজিয়ান গাভী)কে দ্বিতীয় করা হয়। তাদেরকে পুরস্কার এবং সনদপত্র বিতরন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com