মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
ফুসফুস ক্যানসারের ৫ লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ জামিন পেয়েছেন পরীমনি ইসলামে সম্পদ বণ্টনের মূলনীতি শাহজাদপুরে গো-খাদ্যের দাম বেশি হওয়ায় লোকসানে খামারীরা পার্বত্য ভিক্ষুসংঘের উপসংঘরাজ ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোর সাথে সংঘের নবনির্বাচিত কার্যনির্বাহী সভাপতি ও সাধারণ সম্পাদকের সাক্ষাৎ সাউথইস্ট ব্যাংক পিএলসি ও ভিসা’র স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর ৫ আগস্টের পর বিএনপি আরও শক্তি নিয়ে জেগে উঠেছে: চরফ্যাশনে যুবনেতা নয়ন ক্রীড়া-সংস্কৃতির মাধ্যমে দেশ-বিদেশে সম্মান বৃদ্ধি করা যায়-মিজানুর রহমান (ইউএনও) সলঙ্গায় উপজেলা চাই দাবিতে মানববন্ধন তাড়াশে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

নোয়াখালীতে অপপ্রচার গুজব জ্বালাও-পোড়াও ও লুটপাটের বিরুদ্ধে ‘মিট দ্যা প্রেস’

নোয়াখালী প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

‘অপপ্রচার, গুজব সৃষ্টি এবং ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে হত্যাকা-, জ্বালাও- পোড়াও ও লুটপাটের বিরুদ্ধে গত শনিবার বিকেলে হেযবুত তওহীদ বেগমগঞ্জ শাখার আয়োজনে বেগমগঞ্জ প্রেসক্লাবে গণমাধ্যমকে অবহিতকরণের’ লক্ষ্যে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠিত হয়েছে। বেগমগঞ্জ উপজেলা সভাপতি শাহিদুর রহমানের সভাপতিত্বে ও নোয়াখালী জেলা শাখার সভাপতি গোলাম কবিরের পরিচালনায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোঃ নিজাম উদ্দিন, প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন মিঠু, বিশেষ অতিথি দৈনিক বজ্রশক্তি’র সহকারি সাহিত্য সম্পাদক রাকিব আল হাসান। মুখ্য আলোচক মো. নিজাম উদ্দিন হেযবুত তওহীদের সদস্যদের উপর দীর্ঘদিন ধরে চলা অন্যায়, অবিচার, অপপ্রচার ও নির্যাতনের কথা তুলে ধরেন। বিশেষ করে ২০১৬ সালের ১৪ই মার্চ তাঁর বাড়ি তথা হেযবুত তওহীদের এমামের বাড়িতে নির্মাণাধীন মসজিদকে গীর্জা বলে গুজব রটিয়ে যারা হামলা চালিয়েছিল এবং দুইজন হেযবুত তওহীদের সদস্যকে প্রকাশ্যে জবাই করে হত্যা করেছিল, সেই লোমহর্ষক ঘটনার বর্ণনা ও তথ্যচিত্র তুলে ধরেন সাংবাদিকদের সামনে। তিনি দাবি করেন গত ২৭ বছরে হেযবুত তওহীদ একটিও অন্যায় করেনি বা আইনভঙ্গের কাজ করেনি কিংবা রাষ্ট্রীয় আইন পরিপন্থী কোনো কাজ করেনি। কারণ কতগুলো সুস্পষ্ট নীতিমালার উপর হেযবুত তওহীদ দাঁড়িয়ে আছে। কাজেই এমন সত্যনিষ্ঠ মানবতার কল্যাণকামী আন্দোলনের নামে মিথ্যা গুজব সৃষ্টি করে জনগণের মধ্যে ঘোলাটে পরিবেশ সৃষ্টি করার কোনো সুযোগ নেই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com