বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ রচিত “স্বাধীনতার ৫০ বছর : প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক বই এর মোড়ক উন্মোচন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। গত রোববার মোড়ক উন্মোচন উপলক্ষে রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভুইয়া, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকির, শামছুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য যথাক্রমে আব্দুস সালাম, অধ্যাপক ড. আব্দুল মান্নান, শামসুর রহমান।
মোড়ক উন্মোচনকালে ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতার ৫০ বছরে প্রত্যাশা ছিল অনেক। প্রত্যাশা পুরণ হওয়ার সুযোগ ছিল অনেক। সেই তুলনায় প্রাপ্তি অনেক কম। তিনি আশা প্রকাশ করেন, জাতি এই বই থেকে সঠিক দিন নিদের্শনা পাবেন। জাতির নব জাগরণে এই বই সহায়ক হবে। বইটি রাজধানীর প্যান এশিয়াটিক পাবলিকেশন্স প্রকাশ করেছে। বইটির ক্রয়মূল্য ২৫০ টাকা। প্রেসবিজ্ঞপ্তি।