শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৯ অপরাহ্ন

ময়মনসিংহে সাইফুল হত্যার বিচার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

ময়মনসিংহ (উত্তর) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

ময়মনসিংহ চরাঞ্চলের সেন্টাল স্কুল এন্ড কলেজ এর ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী সাইফুল হত্যা কান্ডে জড়িতদের ফাঁসির দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। উক্ত মানববন্ধন ও বিক্ষোভে ময়মনসিংহ সেন্টাল স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থীরা ও নিহত সাইফুল এর মা” বাদী রহিমা খাতুন বাবা, ভাই চাচাসহ শত শত এলাকাবাসী অংশগ্রহণ করে। জানা গেছে, গত ১০ জুলাই ২০২১ তারিখ শনিবার রাতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্কুল ছাত্র সাইফুল ইসলাম উপর ১০/১২ জন নজরুল ইসলাম গং হামলা করে। হামলায় সাইফুল গুরুতর আহত হয়, পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এদিকে ১৪ জুলাই ২০২১ নিহত সাইফুল ইসলাম এর মা, রহিমা খাতুন বাদী হয়ে ময়মনসিংহ কোর্টে মামলা করে। ময়মনসিংহ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে নিহত সাইফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যায়। ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে সহপাঠী সাইফুল হত্যার বিচার দাবীতে স্কুল ছাত্ররা মানববন্ধন ও বিক্ষোভ করে। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ৭মাস হলো এ মামলায় অবশিষ্ট আসামিদের নাম এখনো মামলার কাগজে যুক্ত করা হয়নি। মামলার প্রধান আসামি হলেন নজরুল, তানভির, সাব্বির, লিটন, ফয়জল, আলাল, জামাল, সুমন, কাইয়ুম। বাকি আসামি মর্জিনা নাছিমা, রুমেলা নাম চার্জশিটে নেওয়ার জন্য জোড় দাবি জানান মামলার সংশ্লিষ্ট ভুক্তভোগীরা। এ ছাড়াও বাকী আসামীদের নাম চার্জশিটে উল্লেখ করে প্রশাসনের কাছে দাবী জানান দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করা হয়। মানববন্ধনে ময়মনসিংহ প্রেসক্লাবে সামনে শত শত মানুষ ও শিক্ষার্থীরা অংশগ্রহন করে। মানববন্ধন শেষে তারা বিচারের দাবীতে বিক্ষোভ করেন। এ সময় বক্তব্য রাখেন নিহত সাইফুল এর মা মোছাঃরহিমা খাতুন, ছাত্র দেলোয়ার হোসেন,ও ছাত্রি লিপা খাতুন, সর্ণা খাতুন প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com