গাজীপুরের কালীগঞ্জে কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই শ্লোগানকে সামনে রেখে উপজেলার জাংগালিয়া ইউনিয়ক কৃষকলীগের বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। পরে একটি বিক্ষোভ মিছিল ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে ইউনিয়ন পরিষদে এশে শেষ হয়। সোমবার বিকেলে উপজেলার জাংগালিয়া ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আলী আকবর মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলজার হোসেন ভুইয়ার সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি শেখ আব্দুল কাদের নেওয়াজ আরজু। এ বক্তব্য রাখেন- উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের প্রধান বক্তা আলমগীর হোসেন খান, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন খোকা, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মাসুদ শেখ, সাংগঠনিক সম্পাদক ফারুক খান, ইউনিয়ন কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন শিকদর, আফজাল হোসেন খান, কৃষি বিষয়ক সম্পাদক ওমর ফারুক, ওয়ার্ড কৃষকলীগের রুহুল আমিন, আশরাফ হোসেন, ফজলুল হক খান, আব্দুল জলিল খান, সাইফুল ইসলাম, আবু হানিফ প্রমুখ। আগামীর সংসদ নির্বাচনের জন্য কৃষকলীগের সকল নেতৃবিন্দকে ঐকবদ্ধ হওয়ার আহব্বান জানিয়ে বক্তার বলেন- ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সম্পদকের সাথে কৃষি অফিসারের সাথে যোগাযোগের ব্যবস্থা করা হবে। যাতে কৃষকরা তাদের সমস্যার কথা সরাসরি বলতে পারেন। সরকার নির্ধারিত মূল্যে উপজেলার প্রতিটি ডিলার সার বিক্রি করতে হবে। যদি কোন ডিলার নির্ধারিত মূল্যের অতিরিক্ত টাকা কৃষকের কাছ থেকে নেয়ার প্রমান পাওয়া যায়, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।