শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪০ অপরাহ্ন

সরকার বিএনপিকে এত ভয় পায় যে তারা দিনের ভোট রাতে নিয়ে নেয় -রুমিন ফারহানা

জাহিদুল খান সৌরভ শেরপুর :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

বর্তমান বিনা ভোটের সরকার বিএনপিকে এত ভয় পায় যে তারা দিনের ভোট রাতে নিয়ে নেয়। দেশের ৫০ শতাংশ মানুষ এখন দারিদ্রসীমার নিচে চলে গেছে। লক্ষ লক্ষ লোক চাকরি হারিয়ে বেকার হয়ে গেছে। বুধবার (২ মার্চ) বিকেলে শেরপুর জেলা বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে একথা বলেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তৈল, চাল, ডাল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা শহরের শাপলা চত্বর খোয়ারপাড় মোড়ে আয়েজিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে রুমিন ফারহানা আরো বলেন, দেশের সাধারন মানুষ এখন অনেক কষ্টে বেঁচে আছে। বেসরকারী অনেক চাকুরীজীবির বেতন কমেছে। আওয়ামীলীগ দীর্ঘদিন পর ২০০৮ সালে ক্ষমতায় এসেছে। তবুও সেটি জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যেমে। এর আগে তারা ভোটের জন্য রাস্তায় রাস্তায় ঘুরেছে। তারা ওয়াদা করেছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবে। আজ চালের কেজি ৫০ থেকে ৬০ টাকা কেজি। এরপর ২০১৪ সালের নির্বাচন সেটির বিষয়ে আর কি বলবো ? সেসময় ভোটের আগেই সংসদ গঠিত হয়েছে। কিন্তু তখন ভোট কেন্দ্রে গুলোতে ভোট বলতে কিছু ছিলনা। বিএনপির এই কেন্দ্রীয় নেত্রী আরো বলেন, এই সরকার টিকে আছে খুন, গুম ও মিথ্যা মামলা দিয়ে। আওয়ামীলীগ বিএনপিকে এতটায় ভয় পায় যে মিথ্যা বানোয়াট মামলায় ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন কারাগারে রেখেছিল। আমরা সব হিসেব খাতায় তুলে রেখেছি। সময় আসলে দেখে দেখে শোধ নিব। বিএনপি হচ্ছে জনগনের দল, জনমানুষের দল। এই দলকে নিশ্চিহ্ন করা অত সহজ না। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা আরো বলেন, ক্ষমতাসীন দলের অনেক নেতারা বলে দেশ উন্নয়নে ভাসছে। দেশে দরিদ্র কেউ নাই। তাহলে বাংলাদেশে এত ভিক্ষুক ক্যান? আপনারা কি রাস্তা দিয়ে হাটেন?  না বিমানে চড়ে বেড়ান?  যে এসব কিছু চোঁখে পরে না? সময় বেশিদিন নাই বিমান থেকে টেনে মাটিতে নামাবো। বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি হওয়ায় জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এবিষয়ে সরকার নির্বিকার ভূমিকা পালন করছে।  আগামী দিনে তারেক রহমানের নির্দেশে আমরা আরো বৃহৎ কর্মসূচী দিতে প্রস্তুত। জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী বলেন, শেরপুরের বিএনপিতে কোন গ্রুপিং নেই। কোন ভেদাভেদ নেই। তারেক জিয়ার নেতৃত্বে শেরপুর বিএনপি শক্তিশালী অবস্থানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। আগামী দিনে বড় আন্দেলনের ডাক আসবে। তাই সবাই যে যার জায়গা থেকে প্রস্তুত থাকুন।এসময় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব জহিরুল হক শাহজাদা, বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক শাহ্ ওয়ারেছ আলী মামুন প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com