টাঙ্গাইলে একাত্তরে বুদ্ধিজীবী ও গণহত্যার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (৪ মার্চ) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপ-পরিচালক তদন্তকারী কর্মকর্তা মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (৩ মার্চ) একজনকে টাঙ্গাইলের গোপালপুর ও আরেকজনকে ঢাকার নিউ মার্কেট থানা পুলিশ গ্রেফতার করে। গ্রেফতার দুই জন হলেন- জেলার গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের বেড়াডাকুরি গ্রামের মৃত সবুর মাস্টারের ছেলে মনিরুজ্জামান কোহিনুর ও চাতুটিয়া গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে আলমগীর হোসেন তালুকদার। গোপালপুর থানার ওসি মোশারফ হোসেন বলেন, ‘আলমগীর হোসেন তালুকদারের বিরুদ্ধে থানায় গ্রেফতারি পরোয়ানা আসে। পরে বৃহস্পতিবার তাকে গোপালপুর পৌর শহরের বাসা থেকে গ্রেফতার করা হয়। এরপর তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপ-পরিচালক মতিউর রহমান বলেন, ‘ট্রাইব্যুনাল থেকে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। পরে একজনকে গোপালপুর ও আরেকজনকে ঢাকার নিউ মার্কেট থানা পুলিশ গ্রেফতার করেছে। ঢাকায় গ্রেফতার মনিরুজ্জামান কোহিনুরকে এলিফ্যান্ট রোড থেকে গ্রেফতার করা হয়।’ তিনি আরও বলেন, ‘এগুলো ৭১-এর ঘটনা। যখন আমাদের নলেজে আসে তখন আমরা আমলে নিয়ে কাজ করি। অভিযোগ এলে বিষয়গুলো তদন্ত করে দেখি, ঘটনা সত্য হলে ব্যবস্থা নিই। তারপরও অভিযোগগুলো নিয়ে তদন্ত হচ্ছে। গ্রেফতারদের মধ্যে একজনকে কারাগারে পাঠানো হয়েছে। আর অপরজনকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।’ এদিকে, দুই যুদ্ধাপরাধীকে গ্রেফতারের খবরে বৃহস্পতিবার রাতে তাদের ফাঁসির দাবিতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে পৌর শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।