শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::

হাকিমপুরে নারী উদ্যোক্তা সম্মেলন ও মতবিনিময়

মোসলেম উদ্দিন (হিলি) দিনাজপুর :
  • আপডেট সময় শনিবার, ৫ মার্চ, ২০২২

হাতে হাত রেখে এসো কাজ করি মিলেমিশে, সবে দেশটাকে গড়ি এমন- শ্লোগানে নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে দিনাজপুরের হাকিমপুরে নারী উদ্যোক্তা ফোরাম ও দিনাজপুর উদ্যোক্তাবর্গের সমন্বয়ে নারী উদ্যোক্তা সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরাম এই আয়োজন করে। শুক্রবার (৪ মার্চ) বিকেলে হাকিমপুর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশীদ কেক ও ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে এই নারী উদ্যোক্তা সম্মেলনের শুভ উদ্বোধন করেন। এসময় হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথি ও দিনাজপুর উদ্যোক্তাবর্গকে ফুল উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর সেখানে এক মতবিনিময় সভা হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি রোমানা জান্নাত তনুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক রোমেনা আকতার মনি। প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশীদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, দিনাজপুর উদ্যোক্তাবর্গের পরিচালক ও অঞ্জলি বুটিকসের স্বত্বাধিকারী সম্পা দাস মৌ, মডারেটর শাকিলা আফরোজ রিপা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির, সাবেক সভাপতি জাহিদুল ইসলাম ও মাছরাঙা টেলিভিশনের হিলি প্রতিনিধি হালিম আল রাজী। এসময় বক্তারা বলেন, নারীরা কোন কর্মকান্ডে পিছিয়ে নেই। তারা উদ্যোক্তা হিসেবে নিজেকে আত্মনির্ভরশীল করতে বিভিন্ন হাতের কাজসহ ক্ষুদ্র ও কুঠিরশিল্প স্থাপনের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করছেন। এভাবেই তাদের এগিয়ে যেতে হবে। আমন্ত্রিত অতিথিবৃন্দ ও দিনাজপুর উদ্যোক্তাবর্গ হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামকে সব-ধরনের সহযোগীতা প্রদানের আশ্বাস দেন। শেষে হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের পক্ষ থেকে দিনাজপুর উদ্যোক্তাবর্গকে বিভিন্ন সামগ্রী ও ক্রেস্ট উপহার দেওয়া হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com