তারুণ্য নাট্যগোষ্ঠী বড়লেখার সাংস্কৃতিক গৌরবের ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে ও প্রতিষ্ঠার ৩১ বছরে যাত্রাকালে বড়লেখার কৃতি সন্তান, সাংস্কৃতিমনা ব্যক্তিত্ব পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি’র পুত্র জাকির হোসেন জুমনের পৃষ্ঠপোষকতায় ও বড়লেখা উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবং তারুণ্য নাট্য গোষ্ঠীর আয়োজনে মৌলভীবাজারের বড়লেখায় জেলা পরিষদ অডিটোরিয়ামে ৫ দিনব্যাপী নাট্যেৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অডিটোরিয়াম প্রাঙ্গণে ৫ দিনব্যাপী বইমেলা ও পিঠা উৎসবের উদ্বোধন করা হয়েছে। শনিবার (০৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকায় বড়লেখার জেলা পরিষদ অডিটোরিয়ামে তারুণ্য নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও পাঁচদিন ব্যাপী বইমেলা, নাট্যেৎসব ও সাংস্কৃতিক উদ্বোধনী অনুষ্ঠানে তারুণ্য নাট্যগোষ্ঠীর সভাপতি প্রভাষক বদরুল ইসলাম মনুর সভাপতিত্বে ও সহ-সভাপতি মোহাম্মদ হানিফ পারভেজ এবং রহিমা পারভিন লিলির যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তারুণ্য নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্র। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী। এসময় ৫ দিনব্যাপী বইমেলা ও নাট্যোৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটারের সাবেক সভাপতি ম-লীর সদস্য নট্যজন ঝুনা চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফুর রহমান চুন্নু, তারুণ্য নাট্যগোষ্ঠীর সাবেক সভাপতি নাসের সরকার মনি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ চৌধুরী। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জুড়ী টি এন খানম সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অরুণ চন্দ্র দাস, বড়লেখা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক নিয়াজ উদ্দিন, দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাস, নারী শিক্ষা একাডেমির প্রভাষক এম.এ হাসান, বড়লেখা অনলাইন রিপোর্টার্স ক্লাবের সভাপতি তপন চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, মহিলা কল্যাণ সমবায় সমিতির সভাপতি রোকসানা বেগম, নিরাপদ সড়ক চাই’র সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, মাছরাঙা প্রকাশনীর পরিচালক আবুল কাশেম, মৃনাল কান্তি দাস, বাউল শিল্পী আয়াজ বাঙ্গালী, দৈনিক গণমুক্তি পত্রিকার বড়লেখা উপজেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া, আশ্রয় প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহরিয়ান আহমেদ শাকিল ও সাদিয়া আক্তার লিলি প্রমূখ। বইমেলা ও নাট্যোৎসবের প্রথম দিনে মনিপুরী থিয়েটার কমলগঞ্জের পরিবেশনায় সন্ধ্যা সাড়ে সাত ঘটিকায় মঞ্চায়িত হয় নাটক ‘কহে বীরাঙ্গনা’। বাঙালি সংস্কৃতির বিকাশে মহান মুক্তিযুদ্ধের চেতনায় দীর্ঘ পথ-পরিক্রমায় তারুণ্য নাট্যগোষ্ঠীর রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস ঐতিহ্য। সকল অপশক্তির বিরুদ্ধে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে নাট্য ও সংস্কৃতি চর্চার পাশাপাশি তারুণ্য নাট্যগোষ্ঠী মঞ্চে ও পথে ছিল সক্রিয়। ১৯৯২ সালের ৫ মার্চে তারুণ্য নাট্যগোষ্ঠী যাত্রা শুরু করে। সেই সময় থেকে অভিনয়ের মাধ্যমে নাট্যকর্মীদের বিভিন্ন দাবি আদায়ে সংগঠিত হয়েছিল ‘তারুণ্য নাট্য গোষ্ঠী বড়লেখা’। বিগত ৩০ বছরে তারুণ্য নাট্যগোষ্ঠী তার অগ্রযাত্রার পথে অনেকগুলো সফল কর্মকা- সম্পন্ন করেছে। বড়লেখা, মৌলভীবাজার সিলেট তথা পুরো দেশজুড়ে নাট্যামোদী দর্শককে দিয়েছে নিজেদের নাটকের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক নাটক দেখার সুযোগ। উৎসব পার্বণে বছরব্যাপী তারুণ্য নাট্য গোষ্ঠী বিভিন্ন কর্মকা- সর্বমহলে প্রশংসিত হয়েছে।