শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন

নেত্রকোনায় সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১২ মার্চ, ২০২২

নেত্রকোনার দুর্গাপুরে স্থানীয় সাংবাদিক রিফাত আহমেদ রাসেলকে পৌরসভার মেয়র আলাউদ্দিন আলালের হুমকিসহ অকথ্য গালাগাল করার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও প্রতীকী সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। শনিবার দুপুরে বিক্ষুব্ধ সাংবাদিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়ায় নেত্রকোনা পৌর সভার সামনের সড়কে বেলা ২টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। নেত্রকোনা জেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, সিনিয়র সাংবাদিক খলিলুর রহমান শেখ, মাহফুজ স্বপন, সঞ্জয় সরকার, ভজন দাশ, কামাল হোসাইন, আলপনা বেগম, আনিসুর রহমান, পল্লব চক্রবর্তী, সোহান আহমেদ কাকন, আমিনুল ইসলাম মনি প্রমুখ। সমাবেশের পর সাংবাদিকরা সড়কের মাঝখানে বসে প্রতীকী সড়ক অবরোধ করেন এবং শ্লোগান দেন। জানা গেছে, সাংবাদিক রিফাত আহমেদ রাসেল গত বুধবার সন্ধ্যায় বালুমহাল ইজারার নামে সোমেশ^রী নদী ও পরিবেশ বিপর্যয়ের কথা উল্লেখ করে তার ফেসবুক টাইমলাইনে একটি স্ট্যাটাস দেন। এতে ক্ষুব্ধ হয়ে বালু ব্যবসায় জড়িত মেয়র আলাউদ্দিন আলাল তাকে ডেকে নিয়ে অকথ্য গালাগালসহ প্রাণনাশের হুমকি দেন। এছাড়া বৃহস্পতিবার রাত ৪টার দিকে কতিপয় দুষ্কৃতকারী রিফাতের বাসার সামনের গেটসহ দু’টি দোকানেও হামলা চালায় এবং হুমকি দেয়। এ ব্যাপারে শুক্রবার দুর্গাপুর থানায় জিডি করেন রিফাত আহমেদ রাসেল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com