সোমবার, ২৭ মে ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে এডুকেশন ওয়াচ ইসলামী ব্যাংকে শরী‘আহ পরিপালন বিষয়ক ওয়েবিনার বিশেষ সিএসআর তহবিলের আওতায় গবেষণা খাতে আর্থিক সহায়তা প্রদান করলো সাউথইস্ট ব্যাংক মাইলস্টোন কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা জনসংখ্যা বৃদ্ধির হারের নিচে নেমে গেছে চালের উৎপাদন প্রবৃদ্ধি উপকূলের উন্নয়নে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি চিকিৎসা শেষে সস্ত্রীক দেশে ফিরলেন আব্বাস ডিসি-ইউএনওদের দামি গাড়ি দেয়ার সিদ্ধান্ত রাষ্ট্রীয় অর্থের অপচয় : অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন সরকারের ক্ষমতার পেরেক যেকোনো সময় ভেঙে যাবে : রিজভী কুমিল্লায় ডা. আবু নাঈমের বাগানের কচুরিপানা দর্শনার্থীকে বিমোহিত করে

টি-টোয়েন্টির চুক্তিতে কেন নেই তামিম?

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১২ মার্চ, ২০২২

সাকিব বেছে বেছে খেলবেন সিরিজ। তারপরও ক্রিকেটের তিন সংস্করণের কেন্দ্রীয় চুক্তিতে আছেন সাকিব। সাকিবের সাথে এই চুক্তিতে আছেন মুশফিক, লিটন, তাসকিন ও শরিফুল। কিন্তু এখানে নেই তামিম ইকবালের নাম।
তামিম ইকবাল ছয় মাসের ছুটিতে আছেন টি-টোয়েন্টি থেকে। এ কারণেই নেই তামিম? শুক্রবার তামিমের প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, ‘এখানে একটা সিস্টেম আছে- যে যে ফরম্যাটে অফ আছে এখন… তামিম যদি ওই ফরম্যাটে দলে অন্তর্ভুক্ত হয় সেও বেতনের আওতায় চলে আসে। এখানে আক্ষেপের কিছু নেই। তামিম ছয় মাস পর টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত হলে অবশ্যই বেতনভুক্তদের তালিকায় ঢুকে যাবে।’ টেস্ট ও ওয়ানডেতে কেন্দ্রীয় চুক্তিতে তামিমের সাথে আছেন মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আছেন মাহমুদউল্লাহ, মোস্তাফিজ ও আফিফ হোসেন। শুধু টেস্টে আছেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, ইয়াসির আলী রাব্বি, এবাদত হোসেন ও মাহমুদুল হাসান জয়। শুধু টি-টোয়েন্টিতে আছেন নাঈম শেখ, শেখ মেহেদি হাসান, নুরুল হাসান সোহান ও নাসুম আহমেদ।
কোনো ফরম্যাটেই এই চুক্তিতে নেই সাইফউদ্দিন। তার প্রসঙ্গে নান্নু বলেন, ‘সাইফউদ্দিন ইনজুরিতে আছে। আপনারা জানেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দীর্ঘ সময়ের ইনজুরিতে পড়েছে। ওকে বোর্ড যথেষ্ট সময় দিচ্ছে, লন্ডন থেকে ডাক্তারও দেখিয়ে এনেছে। ইতিবাচক দিক হল সুস্থ হচ্ছে, প্রিমিয়ার লিগ খেলার জন্য প্রস্তুত হচ্ছে। ও যখন খেলায় ফিরে আসবে, জাতীয় দলের জন্য এভেইলেবল হয়ে যাবে তখন আমরা আবার তাকে চুক্তিবদ্ধ করব।’ পেসার আবু জায়েদ রাহী প্রসঙ্গে তিনি বলেন, ‘রাহী মাঝখানে অনেকদিন ধরে নিয়মিত হতে পারছে না। এজন্য ওকে এক বছরের জন্য আমরা বাইরে রেখেছি। তারপরও নিয়মিত হয়ে গেলে আমরা আবারো তাকে চুক্তিবদ্ধ করতে বলব।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com